স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছিল পিচ। বিশেষ করে যে খেলাগুলি নিউইয়র্কের অস্থায়ী নাসাউ স্টেডিয়ামে (Nassau County International Cricket Stadium) হয়েছে, প্রতিটি ম্যাচই লো স্কোরিং হয়েছে। এই মাঠে পাকিস্তান ১২০ রানও তাড়া করতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে। এবারে এই ভারত-পাক ম্যাচের পিচ নিয়ে নিজেদের মতামত জানাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
আরও পড়ুন: অলিম্পিকে পদক হাতছাড়া, দেশে ফিরে রুপো নয়, খোদ সোনাই পাচ্ছেন বিনেশ
নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামটি ছিল একটি অস্থায়ী ভেন্যু। যা শুধুমাত্র বিশ্বকাপের কথা ভেবে নির্মাণ করা হয়। ফলে, ব্যবহৃত হয়েছিল ড্রপ-ইন পিচ। যা উড়িয়ে নিয়ে যাওয়া হয় অস্ট্রেলিয়া থেকে। ভারত, পাকিস্তান দুই শিবিরই এই ড্রপ-ইন সারফেস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। এতটাই অসমান বাউন্স দেখা গিয়েছে যে অভিযোগ ওঠে, পিচ সম্পূর্ণভাবে তৈরি হয়নি।
অবশেষে নাসাউয়ে (Nassau County International Cricket Stadium) ভারত-পাক ম্যাচের পিচ নিয়ে ৫২ দিন পর রিপোর্ট পেশ করল আইসিসি। যে সারফেস নিয়ে এত অভিযোগ, এত চর্চা, আশ্চর্যের বিষয় এই যে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কিন্তু তাকে একেবারেই খারাপ মনে করছে না। বরং আইসিসির রিপোর্টে ভারত-পাকিস্তান ম্যাচের পিচকে ‘সন্তোষজনক’ বলা হয়েছে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই আইসিসির দুই কর্তা ইস্তফা দিয়েছিলেন নিজেদের পদ থেকে। সেই সময় মনে করা হয়েছিল নিউ ইয়র্কে ভারত-পাক ম্যাচের পিচ নিয়ে বিতর্কের জেরেই ইস্তফা দিচ্ছেন তাঁরা। কিন্তু আইসিসি এবারে জানিয়ে দিল, নাসাউয়ের ড্রপ ইন সারফেস খেলার অযোগ্য মোটেই ছিল না। বলাই বাহুল্য, এই রিপোর্ট আয়োজক আমেরিকাকে স্বস্তিতে রাখছে।