শুভম দে: তবে কি ভয় পেলেন শাকিব আল হাসান? নিজের দেশের চূড়ান্ত অশান্ত রাজনৈতিক পরিস্থিতির সামনে চাপে পড়ে গেলেন? এদিন হঠাৎ তাঁর মুখে অবসরের কথা শোনা যেতেই শুরু জল্পনা। আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানালেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার। টেস্ট ক্রিকেট ও ওয়ানডেও ছাড়তে চান শিগগিরিই এমন আভাসও দিলেন।
আরও পড়ুন: ক্রিকেট নয়, দাবারই দেশ, দেখে নিন ৬৪ খোপে ভারতের ইতিহাস
খেলার ময়দান হোক বা রাজনীতির কোথাও স্বস্তিতে নেই পড়শি দেশের নম্বর ওয়ান অলরাউন্ডার শাকিব আল হাসান। হাসিনা সরকার পতনের পর থেকেই প্রবল রাজনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি তা সে যতই সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে আশ্বস্ত করুক না কেন। মাথার মধ্যে খুনের মামলা কি জাঁকিয়ে বসছে প্রশ্ন উঠছে শাকিবের সিদ্ধান্তে।
বাংলাদেশ রাজনৈতিকভাবে অশান্ত হওয়ার আগে থেকেই দেশের বাইরে রয়েছেন শাকিব যিনি আবার তদানীন্তন শাসক দল আওয়ামী লিগের সাংসদ পদেও ছিলেন। শেখ হাসিনা যখন দেশ ছাড়ছেন তখন কানাডার মাটিতে লিগ ক্রিকেট খেলতে ব্যস্ত ছিলেন তিনি। তারপর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে যান। সেইসময়ই তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। বর্তমানে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে এদেশে রয়েছেন শাকিব। আর আগামীকাল দ্বিতীয় টেস্টের আগে এদিন কানপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাকিব বলেন, “আমি শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছি টি টোয়েন্টি বিশ্বকাপেই। আশা করি ২০২৬ বিশ্বকাপের আগে বোর্ড বিকল্প খেলোয়াড়ের খোঁজ পেয়ে যাবে। বাংলাদেশের হয়ে ১২৯ টি টি-টোয়েন্টিতে ১৩ টি অর্ধ শতরানসহ ২৫৫১ রান করেছেন ও বল হাতে ১৪৯ টি উইকেট নিয়েছেন শাকিব।
বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আরও যোগ করেন, “আমি মীরপুরে শেষ টেস্ট খেলতে চাই। কিন্তু বর্তমানে সবটা আমার হাতে নেই। আমি আমার ইচ্ছের কথা বিসিবিকে জানিয়েছি। ওরা চেষ্টা করছেন। কিন্তু তা না হলে এটাই আমার শেষ টেস্ট হতে চলেছে।“ প্রসঙ্গত উল্লেখ্য আগামী মাসের শেষের দিকে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে দঃ আফ্রিকা। সেই সিরিজ খেলেই টেস্ট ক্রিকেট ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
দেশে ফিরতে উৎসুক শাকিব। কিন্তু নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা শাহরিয়ার নাফিস অভয় দিয়েছেন তাঁকে। তিনি জানিয়েছেন দেশে ফেরা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না শাকিবের। চোট বা অন্য কোনও সমস্যা না থাকলে দেশের মাটিতে খেলতে কোনও বাঁধা নেই শাকিবের।
২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে একদিনের ক্রিকেট থেকেও বিদায় নেবেন বলে জানিয়ে দিয়েছেন শাকিব। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে সেরকম ফর্মেও নেই তিনি। ব্যাট, বলের কোনওটাতেই সেভাবে দাগ কাটতে পারেননি অভিজ্ঞ এই অলারাউন্ডার। মাঠের বাইরের চাপই প্রভাব ফেলছে কিনা তাঁর খেলায় প্রশ্নটা আরও উস্কে দিয়ে গেল হঠাৎ করে এই অবসরের সিদ্ধান্ত।