স্পোর্টস ডেস্ক: এই মুহূর্তে ট্র্যাভিস হেড আতঙ্কের আরেক নাম ভারতীয়দের। টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে জোড়া শতরান হাঁকিয়ে রোহিতদের থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বর্ডার গাভাস্কার সিরিজের আগে সেই হেডের গলাতেই এবারে উল্টো সুর।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হারের জন্য বিন্দুমাত্র দুঃখ নেই শামির
গত এক বছরে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ মানেই আসলে তা ট্র্যাভিস হেড বনাম ভারত। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি করার পর মোতেরায় বিশ্বকাপ ফাইনালেও শতরান। দু’বারই ১৪০ কোটি ভারতীয়ের স্বপ্নভঙ্গ করে ট্রফি নিয়ে বেরিয়ে গিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এমনকি এই বছর ওয়েস্ট ইন্ডিজে রোহিতরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও সুপার এইটে তাদের বিরুদ্ধে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেড।
খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের ধারণা, ভারত-ই অজি ওপেনারের সবথেকে প্রিয় প্রতিপক্ষ। কিন্তু ট্র্যাভিস হেড সরাসরি জানিয়ে দিলেন, টিম ইন্ডিয়া তার প্রিয় প্রতিপক্ষ নয়। প্রিয় বিপক্ষ না হওয়া সত্ত্বেও কীভাবে ভারতের বিরুদ্ধে তিনি ধারাবাহিক সফল, সে ব্যখ্যাও দিয়েছেন।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
হেড বলেন, “ভারতের বিরুদ্ধে আমরা অনেক বেশি ম্যাচ খেলি। আর কত কয়েক বছরে আমি ছন্দে ছিলাম। তাই ওদের বিরুদ্ধে ভাল খেলতে পেরেছি।” এরই সঙ্গে যোগ করেন, “ভারত খুবই কঠিন প্রতিপক্ষ। ওরা খুবই লড়াকু দল। ওদের বিরুদ্ধে খেলা খুবই কঠিন। তবে আমি কয়েকবার ওদের বিরুদ্ধে ভালো খেলেছি। আশা করি সেটা ভবিষ্যতেও করতে পারব।”