শুভম দে, কলকাতা: চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮০ -রানের বিশাল জয় পেয়েছে টিম ইন্ডিয়া। যে জয়ে উল্লেখযোগ্য ব্যাট ও বল দুই হাতেই উল্লেখযোগ্য ভূমিকা রেখে ম্যাচের সেরা হয়েছেন অশ্বিন। কিন্তু এবার সেই অশ্বিনের বিরুদ্ধেই অভিযোগ আনলেন তাঁর স্ত্রী। এছাড়াও তাঁর কন্যারাও নিতে চাইলোনা বাবার দেওয়া উপহার।
আরও পড়ুন: খুন-ছিনতাইয়ের ভয়ে আর্জেন্টিনায় ফিরতে সাহস পেতেন না মেসি, এবার ফিরবেন?
বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত হওয়া প্রথম টেস্টে নিজের ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স করেছেন অশ্বিন। প্রথম ইনিংসে জলদি উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে জাদেজার (৮৬) সাথে জুটি বেঁধে ১১৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে সম্মানজনক টোটালে (৩৭৬/১০) পৌঁছে দেন অশ্বিন। এরপর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বল হাতেও ছয় উইকেট নিয়ে ধস নামান বাংলাদেশ ব্যাটিংয়েও। ফলস্বরূপ ম্যাচ সেরার খেতাব জিতলেও নিজের পরিবারের মনজয় করতে পারলেন না আইসিসির টেস্ট ক্রমতালিকায় দুইয়ে থাকা অলরাউন্ডার।
বিসিসিআইয়ের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ম্যাচ শেষে অশ্বিন ও তাঁর স্ত্রী প্রীতি নারায়ণ অশ্বিনের কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে অশ্বিনকে বলতে শোনা যায় যে প্রীতি নাকি প্রথমদিনের খেলার শেষে তাঁর কাছে অনুযোগ করে যে অশ্বিন মাঠে উপস্থিত থাকা তাঁর পরিবারের দিকে তাকানইনি। সাথে অশ্বিন আরও যোগ করেন যে ম্যাচ চলাকালীন সত্যিই তার পক্ষে মাঠে উপস্থিত থাকা পরিবারকে খোঁজা মুশকিল। কিন্তু তিনি এটা সবসময় মাথায় রাখেন কারণ তাঁর মেয়েরা নাকি তাঁকে প্রায়শই অভিযোগ করে যে কেন তিনি ম্যাচের সময় তাদের দিকে হাত নাড়ান না।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এছাড়াও ভিডিওটির শুরুতেই অশ্বিনের স্ত্রী অশ্বিনকে প্রশ্ন করেন যে কন্যা দিবসে তিনি কি উপহার দিতে চান তাঁর মেয়েদের। উত্তরে অশ্বিন বলেন যে পাঁচ উইকেট নেওয়া স্মারক বলটি দিতে চান তিনি। কিন্তু তাঁর কন্যারা এটি নিতে চায়নি। তখন অশ্বিন তাদের জিজ্ঞেস করেন যে তারা কি চায়? অশ্বিনের দুই মেয়ে সলজ্জ হেসে উত্তর দেয় তারা জানেনা বাবার থেকে কি চায় তারা। পুরো ভিডিওটিতে অশ্বিন পরিবারের মিষ্টি মধুর খুনসুটি দেখে মজা পেয়েছেন ক্রিকেট অনুরাগীরা।