স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছে পাকিস্তান। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা বাবর আজমদের কাছে এই মুহূর্তে এক অলীক স্বপ্ন বলেই মনে হচ্ছে। ৩০.৫৬ পয়েন্ট শতাংশের সঙ্গে তালিকার ৮ নম্বরে রয়েছেন তাঁরা।
আরও পড়ুন: আইসিসি ইভেন্টে ৬৫+ গড় নিয়েও ধাওয়ান পিছিয়ে পড়েছিলেন তরুণদের ভিড়ে, নেপথ্যে কামিন্স?
পয়েন্ট নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপে যোগ্যতার মাপকাঠি হল পয়েন্ট শতাংশ। যে দু’দল সবচেয়ে বেশি পয়েন্ট শতাংশ অর্জন করতে পারবে তারাই ফাইনাল খেলবে। বাংলাদেশের কাছে হারে পাকিস্তানের পয়েন্ট শতাংশ যেমন কমেছে তেমনিই সাকিবদের বেড়েছে। ফলে হেরফের ঘটেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে। এতে ভারতের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তাটা কঠিন হয়ে পড়ল কি?
চলতি চ্যাম্পিয়নশিপে ৯ টি টেস্টের ৬ টিতেই জিতে এই মুহূর্তে টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তাঁদের পয়েন্ট শতাংশ ৬৮.৫২। তাই পাকিস্তানের হারে প্রত্যক্ষভাবে কোনও প্রভাব রোহিতদের ওপর পড়েনি। তবে এখনও ১০ টি টেস্ট খেলতে হবে ভারতকে। যদি এর মধ্যে ৮টি ম্যাচের জয় আসে সেক্ষেত্রে ভারত সরাসরি ফাইনালে। কিন্তু ভুলে গেলে চলবে না এর মধ্যে ৫ টি টেস্টই আবার অস্ট্রেলিয়ার মাটিতে। তাই সদ্য পাকিস্তানকে হারানো টাইগারদের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে একটু হলেও মাথা ঘামাতে হবে গৌতম গম্ভীরকে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
অন্যদিকে হেরে গেলেও পাকিস্তানের ফাইনাল খেলার আশা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। এখনও আটটি টেস্ট খেলতে হবে তাদের। সবকটি জিতে গেলে পয়েন্ট শতাংশ হবে ৭০.২৪। আর যদি একটি ম্যাচ হারেও তারা, তবুও অঙ্কের বিচারে ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। কারণ, ৬২.৫০ পয়েন্ট শতাংশের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। আর যেহেতু ভারত এবং অস্ট্রেলিয়া, দুই দল একে অপরের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে, তাই এক দলের পয়েন্ট শতাংশ কমতে বাধ্য। সেই সুযোগে পাকিস্তান প্রথম দুইয়ে উঠে আসতে পারে।