28 C
Kolkata
Friday, October 11, 2024
Home ক্রিকেট মুখোমুখি কোহলি-গম্ভীর, ঝগড়া ভুলে হল মনের কথা চালাচালি

মুখোমুখি কোহলি-গম্ভীর, ঝগড়া ভুলে হল মনের কথা চালাচালি

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের (Virat Kohli and Gautam Gambhir) মধ্যেকার সম্পর্ককে এক কথায় বলতে গেলে একটাই শব্দ মাথায় আসে। তা হল, অম্লমধুর। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করা নবাগত কোহলিকে নিজের ম্যাচের সেরার পুরস্কার দিয়ে দিয়েছিলেন গৌতি। এরপর ২০১১ বিশ্বকাপ ফাইনালে সচিন-সেহবাগ তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর এই দুজনই জুটি বেঁধে নির্মাণ করেছিলেন টিম ইন্ডিয়ার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মঞ্চ। কিন্তু তারপরই আবার আইপিএলের দুনিয়ায় কথা কাটাকাটি থেকে প্রায় হাতাহাতির জোগাড়। অম্লমধুর ছাড়া আর কী বলা যাবে?

- Advertisement -

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে এখনও ক’টি টেস্ট জিতেছে বাংলাদেশ? রয়েছে না হারার নজির

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। যা ছিল ল্যাপটপে ২০১১ বিশ্বকাপের ফাইনালের ক্লিপিংস দেখতে দেখতে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির একটি কথোপকথন। দুই কুশীলব (Virat Kohli and Gautam Gambhir) অতীতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে একে অপরের কাছে মনের কথা উজাড় করে দিয়েছেন। ২০১১ -এর ফাইনাল থেকে শুরু করে আইপিএলের ঝগড়া নিয়েও কথা হয়েছে দুজনের মধ্যে।

- Advertisement -

বিশ্বকাপ ফাইনাল প্রসঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীর বলেন, “আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল। আউট হলে হবে না। শেষ পর্যন্ত খেলতে হবে।” জবাবে বিরাট বলেন, “আমি যখন নামছিলাম তখন গ্যালারি এতটাই নিস্তব্ধ যে মনে হচ্ছিল যেন শ্মশানে ঢুকছি। তুমি বলেছিলে, আমাদের জুটি গড়তে হবে। সে চেষ্টাই করেছি। তবে তোমার ওই ইনিংস কখনও ভুলতে পারব না।” এরপরই গম্ভীর ২০১৪-১৫ -এর অস্ট্রেলিয়া সফরে ৪ টেস্টে ৪ শতরান হাঁকানোর জন্য প্রশংসায় ভরিয়ে দেন কোহলিকে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

আর এরপরই স্বাভাবিকভাবেই চলে আসে আইপিএলে দুজনের ঝগড়ার প্রসঙ্গ। একবার নয়, একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন দুজনে (Virat Kohli and Gautam Gambhir)। বিরাট সে প্রসঙ্গে বলেন, “ওই ঘটনার পর অনেকদিন পেরিয়ে গিয়েছে। লোকজন অনেক কথাই বাড়িয়ে বলেছিল। আমরা দুজনেই তা ভুলে গিয়েছি।” তবে কোহলি গম্ভীরকে প্রশ্ন করেন, “অনেক প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গেই তোমার কথা কাটাকাটি হয়েছে। এতে তোমার কি মনোসংযোগে ব্যাঘাত ঘটত নাকি জিদ বেড়ে যেত?” জবাবে গম্ভীর পাল্টা দেন, “মাঠে আমার থেকে তোমার বেশি ঝগড়া হয়েছে। তাই আমার মনে হয়, এই প্রশ্নের জবাব তুমিই ভাল দিতে পারবে।”

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

নতুন কোচের হাত ধরে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির

স্পোর্টস ডেস্ক: পরপর ৩ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ বাহিনী। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কুয়াদ্রাত। নতুন...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

খবর এই মুহূর্তে

বিদায় রতন টাটা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

খাসডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটা (ratan tata) । প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিত শাহর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে...

শেষবারের মতো প্রভুকে দেখতে গোয়া এল, কেন রতন টাটার সারমেয়র ব্যতিক্রমী নাম

খাসডেস্ক: রতন টাটার (ratan tata)প্রিয় সারমেয়, গোয়া । প্রভুকে শেষবারের মতো এল শ্রদ্ধা জানাতে। সারমেয়দের প্রতি প্রয়াত শিল্পপতির ভালোবাসা কারোর অজানা নয়। বিশেষ করে...

ফিরেছেন রাজ্যপাল, সিনিয়রদের অনুরোধেও কাজ হয়নি, অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

খাসডেস্ক: উদ্বেগ বাড়ছে জুনিয়র ডাক্তার (junior doctor) অনিকেত মাহাতোকে নিয়ে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। বাকি অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হলেও অনিকেতের ক্ষেত্রে...

পার্শি রিচুয়াল মেনে শেষকৃত্য রতন টাটার, বিজনেস টাইকুনের দেহ ঝুলবে টাওয়ার অব সাইলেন্সে

খাসডেস্ক: পার্শি রিচুয়াল মেনেই সম্পন্ন হবে রতন টাটার (ratan tata) শেষকৃত্য। বুধবার রাতে ভারতের শিল্পজগতের টাইকুন রতন টাটা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ...