স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের (Virat Kohli and Gautam Gambhir) মধ্যেকার সম্পর্ককে এক কথায় বলতে গেলে একটাই শব্দ মাথায় আসে। তা হল, অম্লমধুর। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করা নবাগত কোহলিকে নিজের ম্যাচের সেরার পুরস্কার দিয়ে দিয়েছিলেন গৌতি। এরপর ২০১১ বিশ্বকাপ ফাইনালে সচিন-সেহবাগ তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর এই দুজনই জুটি বেঁধে নির্মাণ করেছিলেন টিম ইন্ডিয়ার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মঞ্চ। কিন্তু তারপরই আবার আইপিএলের দুনিয়ায় কথা কাটাকাটি থেকে প্রায় হাতাহাতির জোগাড়। অম্লমধুর ছাড়া আর কী বলা যাবে?
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে এখনও ক’টি টেস্ট জিতেছে বাংলাদেশ? রয়েছে না হারার নজির
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। যা ছিল ল্যাপটপে ২০১১ বিশ্বকাপের ফাইনালের ক্লিপিংস দেখতে দেখতে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির একটি কথোপকথন। দুই কুশীলব (Virat Kohli and Gautam Gambhir) অতীতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে একে অপরের কাছে মনের কথা উজাড় করে দিয়েছেন। ২০১১ -এর ফাইনাল থেকে শুরু করে আইপিএলের ঝগড়া নিয়েও কথা হয়েছে দুজনের মধ্যে।
বিশ্বকাপ ফাইনাল প্রসঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীর বলেন, “আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল। আউট হলে হবে না। শেষ পর্যন্ত খেলতে হবে।” জবাবে বিরাট বলেন, “আমি যখন নামছিলাম তখন গ্যালারি এতটাই নিস্তব্ধ যে মনে হচ্ছিল যেন শ্মশানে ঢুকছি। তুমি বলেছিলে, আমাদের জুটি গড়তে হবে। সে চেষ্টাই করেছি। তবে তোমার ওই ইনিংস কখনও ভুলতে পারব না।” এরপরই গম্ভীর ২০১৪-১৫ -এর অস্ট্রেলিয়া সফরে ৪ টেস্টে ৪ শতরান হাঁকানোর জন্য প্রশংসায় ভরিয়ে দেন কোহলিকে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
আর এরপরই স্বাভাবিকভাবেই চলে আসে আইপিএলে দুজনের ঝগড়ার প্রসঙ্গ। একবার নয়, একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন দুজনে (Virat Kohli and Gautam Gambhir)। বিরাট সে প্রসঙ্গে বলেন, “ওই ঘটনার পর অনেকদিন পেরিয়ে গিয়েছে। লোকজন অনেক কথাই বাড়িয়ে বলেছিল। আমরা দুজনেই তা ভুলে গিয়েছি।” তবে কোহলি গম্ভীরকে প্রশ্ন করেন, “অনেক প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গেই তোমার কথা কাটাকাটি হয়েছে। এতে তোমার কি মনোসংযোগে ব্যাঘাত ঘটত নাকি জিদ বেড়ে যেত?” জবাবে গম্ভীর পাল্টা দেন, “মাঠে আমার থেকে তোমার বেশি ঝগড়া হয়েছে। তাই আমার মনে হয়, এই প্রশ্নের জবাব তুমিই ভাল দিতে পারবে।”