স্পোর্টস ডেস্ক: গত সোমবার থেকে গ্রেটার নয়ডার (Greater Noida) শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড একমাত্র টেস্ট ম্যাচ। কিন্তু পাঁচ দিনের একদিনও খেলা হল না। এমনকি টস পর্যন্ত করা যায়নি। ভারতের মাটিতে এই প্রথম কোনও টেস্ট ম্যাচ একটি বলও না হয়ে বাতিল হয়ে গেল।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে বাংলাদেশ-নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে রোহিতদের?
ভারতীয় ক্রিকেটের ৯১ বছরের ইতিহাসে নয়া লজ্জার অধ্যায় লিখল গ্রেটার নয়ডা (Greater Noida)। যেখানে বৃষ্টি হয় রবিবার রাতে। এরপর সোম ও মঙ্গলবার বৃষ্টি হয়নি। কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির অভাবে মাঠ শুকাতে ব্যর্থ অনভিজ্ঞ গ্রাউন্ড স্টাফরা। অভিযোগ, লেবার চক থেকে কর্মী এনে মাঠ শোকানোর চেষ্টা হয়েছে। প্রথমদিন দুপুর একটার পর মাঠে সুপার সপার চালু করা হয়। তার আগে টেবিল ফ্যান দিয়ে মাঠ শোকানোর চেষ্টার অভিযোগও উঠেছে।
এরপর বুধবার আবার বৃষ্টি। মোটামুটি তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল যে ম্যাচ হয়ত হবে না। সেটাই হল। স্টেডিয়াম কর্তৃপক্ষের অব্যবস্থায় স্বাভাবিকভাবেই চূড়ান্ত অখুশি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার কথা ছিল আফগানদের। যদিও ভারতীয় বোর্ড নিজেদের ঘাড়ে এই দায় নিতে নারাজ। তারা সাফ জানিয়ে দিয়েছে, গ্রেটার নয়ডার মাঠটি ‘হোম গ্রাউন্ড’ হিসেবে আফগানিস্তান-ই বেছে নিয়েছে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
‘হোম গ্রাউন্ড’ হিসেবে ব্যবহার করার জন্য আফগানদের তিনটি মাঠের নাম প্রস্তাব করেছিল বিসিসিআই। যাতায়াতের সুবিধার্থে গ্রেটার নয়ডার (Greater Noida) শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সকে বেছে নেয় রশিদ খানদের বোর্ড। যা তারা অস্বীকারও করছে না। শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সকে নিয়ে উঠছে একাধিক অভিযোগ। গোলাপি বলে দলীপ ট্রফির ম্যাচ হয়েছে এখানে। কিন্তু কোনও মিডিয়া স্ট্যান্ড নেই। এমনকি পর্যাপ্ত পরিমাণে দর্শকাসনেরও অভাব রয়েছে।