বিশ্বদীপ ব্যানার্জি: ৭ মাসের মধ্যে আরও এক বিশ্বকাপ ফাইনাল। রোহিত শর্মার নেতৃত্বে ১০ বছর পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে (Final) ভারত (Team India)। ইংল্যান্ডকে সেমিতে হারানোর পর বিশ্বকাপে ভারতের শেষ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (South Africa)। শনিবার ভারতীয় সময় রাত ৮টায় বার্বাডোজে মুখোমুখি হতে চলছে দুই দল।
আরও পড়ুনঃ বিরাট যেন ১৯৮৩ -এর গাভাস্কার, রোহিত কি কপিল হবেন
খাতায় কলমে দুই দলই বিশ্বকাপের দাবিদার। দুই দলই গোটা টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি। অপরাজেয় থেকে বিশ্বকাপের ফাইনালে (Final) নামতে চলেছে। তবে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া যে ইতিবাচক ক্রিকেট খেলছে তাতে কাজটা মোটেও সহজ হবে না এইডেন মার্করামদের জন্য তা এখন থেকেই বলে দেওয়া যায়। এছাড়া আরও যে বিষয়টি মেন ইন ব্লু’র পক্ষে যাচ্ছে তা হল শনিবার দিনটি।
অন্ততঃ ইতিহাস বলছে, শনিবার দিনটিতে ভারত কোনও বিশ্বকাপ ফাইনাল খেললেই ট্রফি নিশ্চিত। ভারত ১৯৮৩ এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছে। দুবারই ফাইনাল (Final) পড়েছিল শনিবারে। এছাড়া আর কোনও বিশ্বকাপ ফাইনাল শনিবারে খেলেনি টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল যেদিন, সেই দিনটা ছিল সোমবার।
খাস খবর ফেসবুক পেজের লিংকঃ https://www.facebook.com/share/utMoUiiv31FCHMCN/?mibextid=qi2Omg
অন্যদিকে রবিবার দিনটিকে আবার ভারতীয় ক্রিকেটের জন্য অপয়া বলাই যেতে। ২০০৩ বিশ্বকাপ ফাইনাল, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল এবং গত ১৯ নভেম্বর ২০২৩ বিশ্বকাপ ফাইনাল— এই সবকটিই রবিবারে হেরেছে ভারত। এই পরিস্থিতিতে আইসিসিকে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ধন্যবাদ জানাতেই পারে রবিবার ফাইনাল (Final) না ফেলার জন্য। তবে বারের থেকেও আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে চলতি জুন মাসটি। ১৯৮৩ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি এই জুন মাসেই জিতেছিল ভারতীয় ক্রিকেট দল।