স্পোর্টস ডেস্ক: ভারত বনাম বাংলাদেশ, কানপুর টেস্টের প্রথম দিন হয়েছিল মাত্র ৩৫ ওভার। এরপর লাগাতার বৃষ্টি এবং খারাপ নিকাশি ব্যবস্থার কারণে দ্বিতীয় এবং তৃতীয় দিন সম্পূর্ণভাবে বাতিল হয়ে গিয়েছে। এই দুইদিনে পিচে গড়ায়নি একটি বলও। চতুর্থ দিন যদিও খেলা শুরু হয়েছে তবু ম্যাচের ফলাফল আসার সম্ভাবনা কম। আর যদি সেটাই হয় তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে পড়বে টিম ইন্ডিয়ার জন্য।
আরও পড়ুন: IPL 2025 -এ দ্বিগুণ হবে ক্রিকেটারদের রোজগার, নিলাম নিয়ে এল বড় আপডেট
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার দৌড়ে এখনও পর্যন্ত ভারত এবং অস্ট্রেলিয়াই এগিয়ে রয়েছে। ৭১.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে শীর্ষে রয়েছেন রোহিত শর্মারা। অন্যদিকে অস্ট্রেলিয়া রয়েছে দুইয়ে। তাদের পয়েন্ট শতাংশ ৬২.৫০। কানপুর টেস্ট ড্র হলে টিম ইন্ডিয়া শীর্ষস্থান খোয়াবে না ঠিকই, কিন্তু ফাইনাল খেলার লড়াইয়ে নিশ্চিতভাবেই চাপ তৈরি হতে চলেছে।
কারণ, বাংলাদেশ সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজ খেলবে ভারত। এরপর বছরের শেষে অস্ট্রেলিয়া সফর। সেখানে রয়েছে ৫ টি টেস্ট। অতএব বাংলাদেশের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট হাতছাড়া করলে তা পরে গিয়ে ভোগাতেই পারে গৌতম গম্ভীরের ছেলেদের। চলতি কানপুর টেস্ট যদি ড্র হয় তাহলে মাত্র ৪ পয়েন্ট পাবে টিম ইন্ডিয়া। এতে তাদের পয়েন্ট শতাংশ কমে দাঁড়াবে ৬৮.১৮।
কঠিন অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ টি টেস্টই জিতে নেওয়া লক্ষ্য ছিল রোহিত এন্ড কোংয়ের। এতে অস্ট্রেলিয়ায় অনেকটাই চাপমুক্ত হয়ে নামতে পারতেন তাঁরা। কিন্তু দেশের মাটিতে সবকটি টেস্ট জিততে না পারলে অস্ট্রেলিয়া সফরের আগে নিঃসন্দেহে তা হবে এক জোরদার ধাক্কা। কারণ, নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ২-০ হোয়াইটওয়াশ করে ইতিমধ্যেই পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৫৫.৫৬।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এই পরিস্থিতিতে বাকি ৮ ম্যাচের মধ্যে ভারতীয় দলকে আরও অন্ততঃ ৪ থেকে ৫ টি ম্যাচ জিততেই হবে। তাহলেই তাদের পয়েন্ট শতাংশ ৬০ -এর মধ্যে থাকবে। আর তার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে থাকার সম্ভাবনা থাকবে। অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ জেতাটা আরও বেশি করে জরুরি হয়ে গেল। যদি তা সম্ভব না হয় তাহলে সেই ঘাটতি পূরণ করতে হবে অস্ট্রেলিয়া সফরে। যা কতটা কঠিন, তা বলার অপেক্ষা রাখে না।