কর্ম অনুযায়ী ফল পেতে হয়, শোয়েবকে পাল্টা জবাব শামির

0
36

স্পোর্টস ডেস্ক: টি -২০ বিশ্বকাপ ২০২২ এর প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। পাক দলের এই জয়ে উচ্ছ্বসিত হয়ে প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার সহ অনেকেই টুইট করেছিলেন। এছাড়াও পাকিস্তানের এই তারকা পেসার বলেছিলেন, ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছেন তিনি। তবে আইসিসি টি -২০ বিশ্বকাপ ২০২২ -এর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ১০ উইকেটে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়। এরপর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা ভারতকে ব্যাপক ট্রোল করে।

রবিবার টি -২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান হারলে মনমরা হয়ে যায় শোয়েব আখতার সহ অন্যান্য পাকিস্তানিদের। প্রাক্তন পাক তারকা পেসার টুইটারে হার্টব্রেকের ইমোজি শেয়ার করেন। যা দেখে আখতারকে পাল্টা ট্রোল করলেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। ভারতের হারের পর কটাক্ষের বদলা নিলেন শামি। শোয়েবের হার্টব্রেকের ইমোজিকে শামি রিটুইট করে লিখেছেন, “দুঃখিত বন্ধু। একেই বলে কর্ম।” অর্থাৎ, কর্ম অনুযায়ী ফল পেতে হয়। ভারতের হারে যেমন তারা আনন্দ করেছিলেন, তবে নিজের দল পাকিস্তানের জয়েই আর আনন্দ করা হল না।

- Advertisement -

আরও পড়ুন: ভারতীয় বোলাররা যা পারেনি, করে দেখালেন আফ্রিদি-হ্যারিসরা

ইংল্যান্ডের দুর্দান্ত জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শামি আখতারকে ভালোই জব্দ করলেন। তারকা পেসার শোয়েব আখতার চাইছিলেন, ভারত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে নিক। এর জন্য তিনি রোহিত শর্মার দলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। কিন্তু তেমনটা হয়নি। যদিও ভারতীয় সমর্থকরা বলছেন, এই শোয়েব মনে মনে ভারতের হারই চেয়েছিলেন।