নিরাপত্তা ভঙ্গ করে রোহিতকে স্পর্শ, বিপুল অর্থ জরিমানা এক ফ্যানের

0
43

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে প্রায়ই দেখা যায় কিছু উন্মত্ত ফ্যানসদের। তারা তাদের আইডল খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে, স্পর্শ করতে সমস্ত সীমা অতিক্রম করে। টি -২০ বিশ্বকাপ ২০২২ -এ ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ চলাকালীন এমনই একটি দৃশ্য দেখা যায়। একজন ভারতীয় সমর্থক নিরাপত্তা লঙ্ঘন করে রোহিত শর্মার কাছে পৌঁছে গিয়েছিল। এই ‘জবরা ফ্যান’ নিজের মনের ইচ্ছে পূরণ করতে মাঠে নামেন।

কিন্তু লাখ টাকা জরিমানা দিয়ে এর খেসারত দিতে হবে, তা তিনি জানতেন না। জানা গিয়েছে, ম্যাচ চলাকালীন মাঠের মাঝে প্রবেশ করায় এই ‘জাবরা ফ্যান’কে ৬.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের ইনিংসের ১৭তম ওভারে। যখন এই ফ্যান মাঠে প্রবেশ করেন, নিরাপত্তা কর্মীরা তাকে ধরার চেষ্টা করেন, কিন্তু তিনি নিরাপত্তা কর্মীদের এড়িয়ে রোহিত শর্মার দিকে অগ্রসর হন। যদিও একজন নিরাপত্তা রক্ষী বাতাসে একটি ডাইভ নিয়ে এই ‘জাবরা ফ্যান’ -কে ধরে ফেলেন।

- Advertisement -

আরও পড়ুন: বার্সা সতীর্থ Pique -কে কেন শুভেচ্ছা জানালেন না মেসি

নিরাপত্তা কর্মীরা যখন ওই ব্যক্তিকে ধরেন, রোহিত শর্মা সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে আসেনন। তাঁর ফ্যানকে ধীরে ধীরে মাঠের বের করে নিতে বলেন। মাঠের বাইরে যাওয়ার সময় এই ‘জবরা ফ্যান’-এর চোখে জল দেখা গিয়েছিল। এদিকে ভারত ও জিম্বাবোয়ে ম্যাচের কথা বলতে গেলে, ৭১ রানে জয় পেয়েছে রোহিত বাহিনী। এই জয়ে গ্রুপ ২ -এর পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত।