
বিশ্বদীপ ব্যানার্জি: নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বৃহস্পতিবার অভিষেক ঘটল ভারতীয় ক্রিকেটার কে এস ভরতের। গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তিনি। যা অন্ধ্রপ্রদেশের কিপার-ব্যাটারের কাছে এক সুবর্ণ সুযোগ নিঃসন্দেহে।
আরও পড়ুন: শোলের কয়েন দিয়ে টস, অজিদের বিরুদ্ধে শেষবার ব্যাটিং দিয়ে সিরিজ শুরু ২২ বছর আগে
এদিকে ভরতের টেস্ট অভিষেকের সঙ্গে সঙ্গেই উঠে আসছে এক চমকপ্রদ তথ্য। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হল ভরতের। কিন্তু এই তো প্রথম তিনি দেশের হয়ে নামছেন না। এর আগেও জাতীয় দলের টেস্ট জার্সি গায়ে মাঠে নামতে দেখা গিয়েছে তাঁকে।
তা কী করে সম্ভব? অভিষেক তো এদিন-ই হল। তাহলে কীভাবে এর আগেও দেশের হয়ে টেস্ট খেলতে পারেন ভরত। যদি খেলেই থাকেন তাহলে সেটাই তো তাঁর অভিষেক ম্যাচ। কিন্তু নাঃ সেই ম্যাচ ভরতের অভিষেক ম্যাচ নয়। ২৯ বছর বয়সী ক্রিকেটারের অভিষেক এদিন-ই হল।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
আসলে এর আগে দেশের জার্সিতে যখন টেস্ট খেলতে নেমেছিলেন তখন ভরত প্রথম একাদশের অংশ ছিলেন না। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টের তৃতীয় দিন ঋদ্ধিমান সাহা চোট পেলে পরিবর্ত উইকেটরক্ষক হিসেবে নেমেছিলেন ভরত। ভারতের জার্সিতে সে-ই তাঁর প্রথম খেলা। কিন্তু যেহেতু প্রথম একাদশে ছিলেন না, তাই এটি তাঁর অভিষেক ম্যাচ নয়।