বিশ্বদীপ ব্যানার্জি: ফের একবার ওয়েস্ট ইন্ডিজের দুরাবস্থার ছবিটা সামনে এল। ফাইনাল খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে টানা ৬ ঘন্টা আটকা পড়ে রইলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে আটকা থাকলেন ম্যাচ রেফারি এবং আম্পায়াররাও। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের উঠে গেল ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা নিয়ে প্রশ্ন।
আরও পড়ুনঃ শনিবার কখনও Final হারে না টিম ইন্ডিয়া
এর আগে একই ঘটনা ঘটেছিল আফগানিস্তান দলের সঙ্গে। বিমান সমস্যায় ত্রিনিদাদে পৌঁছতে ৪ ঘন্টা দেরি হয়েছিল রশিদ খানদের। ফলে রাতে ভাল করে ঘুমাতেও পারেননি তাঁরা। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সেমিফাইনালে নাস্তানাবুদ হওয়ার পর যে প্রসঙ্গ টেনে এনে বিস্ফোরণ ঘটিয়েছিলেন আফগান কোচ জোনাথন ট্রট। এবারে একই ঘটনা ঘটল আফগানদের হারিয়ে ফাইনালে যাওয়া প্রোটিয়াদের (South Africa) সঙ্গেও।
খাস খবর ফেসবুক পেজের লিংকঃ https://www.facebook.com/share/434buqMrZ98y4kma/?mibextid=qi2Omg
জানা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা (South Africa Cricket Team) বার্বাডোজ যাওয়ার বিমানে উঠে পড়েছিলেন। সেই সময় বিমানচালক একটি সমস্যার কথা জানতে পারেন। সূত্রের খবর, বার্বাডোজ বিমানবন্দরে একটি বিমান অবতরণের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যদিও তাতে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কিন্তু এই সমস্যার জন্যই ত্রিনিদাদ বিমানবন্দরে আটকা পড়ে যান দক্ষিণ আফ্রিকার (South Africa) ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে তাঁদের পরিবারও ছিল। সব মিলিয়ে নির্ধারিত সময়ের থেকে ৬ ঘন্টা দেরিতে বার্বাডোজে পৌঁছয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। যা ফাইনালের আগে তাদের রীতিমত অস্বস্তিতে ফেলে দিয়েছে তাদের। এবার এই অস্বস্তির প্রতিফলন ফাইনালে তাদের পারফরম্যান্সে পড়ে কি না সেটাই দেখার।