স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে কোচ হিসেবে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছেন রাহুল দ্রাবিড়। সেই দ্রাবিড়ের ছেলে সমিত সম্প্রতি সুযোগ পেয়েছিলেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলে। কিন্তু যোগ্যতা সত্ত্বেও আচমকাই দল থেকে ছাঁটা হল সমিতকে। এবং তাও কোনও উপযুক্ত কারণ ছাড়াই।
আরও পড়ুন: খুনের অভিযোগ মাথায় নিয়ে এসেছিলেন ভারতে, হঠাৎ দ্বিতীয় টেস্টে কেন অনিশ্চিত শাকিব?
খুব স্বাভাবিকভাবেই তাই বোর্ডের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সচিনের ছেলে অর্জুনের মত দ্রাবিড়ের ছেলে সমিতও ব্যাটিং-বোলিং দুইই করেন। এক নির্ভরযোগ্য অলরাউন্ডার তিনি। তা সত্ত্বেও কেন তাঁকে বাদ দেওয়া হল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ভারতীয় বোর্ড এই বিষয়ে কোনও ব্যখ্যা দেয়নি।
এই মুহূর্তে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে একদিবসীয় সিরিজ খেলছে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। স্কোয়াডে থাকলেও প্রথম দুই ম্যাচের একটিতেও নামানো হয় দ্রাবিড়-পুত্রকে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন রোহিত রাজাওয়াত। যিনি প্রাথমিকভাবে শুধু অনূর্ধ্ব ১৯ টেস্টের দলে থাকলেও এখন সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পেয়েছেন।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
সমিতকে কেন বাদ দেওয়া হল তার কোনও সদুত্তর নেই। তিনি কি কোনও চোট পেয়েছেন? নাকি ফিটনেস সংক্রান্ত সমস্যা? সে বিষয়েও সরকারিভাবে কিছু জানানো হয়নি। বোর্ডের এহেন কার্যকলাপে ধোঁয়াশা ক্রমেই বাড়ছে। প্রশ্নগুলো আরও আসছে এই কারণেই, সমিতের বাবার নাম, রাহুল শরদ দ্রাবিড়। সচিনের ছেলে অর্জুনও মুম্বই দল থেকে বাদ পড়েছেন। গোয়ায় পাড়ি জমাতে হয়েছে তাঁকে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের দলে থাকলেও সুযোগ পান না সেভাবে।