বোর্ড কিছু লুকোচ্ছে না তো, সত্যিই মাঠে আর ফিরতে পারবেন তো ঋষভ

0
292

বিশ্বদীপ ব্যানার্জি: সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। বুধবারই দুর্ঘটনায় আহত ঋষভ পন্থকে এয়ার অ্যাম্বুলেন্সে উড়িয়ে নিয়ে আসা হয় মুম্বইয়ে। কথা ছিল, সেখানে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে হবে তাঁর লিগামেন্টের অস্ত্রোপচার। কিন্তু ২৪ ঘন্টা পার হতে না হতেই বদলে গেল সিদ্ধান্ত।

আরও পড়ুন: মুম্বইতে নয়, আহত Rishabh Pant-কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে লন্ডনে

- Advertisement -

সূত্রের খবর, মুম্বইয়ে নয়, আহত ঋষভ পন্থের হাঁটুর অস্ত্রোপচার হবে লন্ডনে। খুব শিগগিরই সেখানে তাঁকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ মুম্বই-ও ব্যর্থ। জানা গিয়েছিল, সেন্টার ফর স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান এবং অর্থোস্কোপি অ্যান্ড সোল্ডার সার্ভিসের ডিরেক্টর ডঃ দীনেশ পারডিওয়ালার নেতৃত্বে ভারতীয় উইকেটকিপারের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। কিন্তু এখন খবর, তা হচ্ছে না। লন্ডনে হবে তারকা ক্রিকেটারের অস্ত্রোপচার।

অর্থাৎ আহত ঋষভকে নিয়ে আরও একপ্রস্থ টানাহেঁচড়া। প্রশ্ন হচ্ছে, এতে করে ছেলেটার বড় কোনো ক্ষতি হলে তার দায় বিসিসিআই নেবে তো? যদি বিদেশেই নেওয়ার ছিল। প্রথমেই কি নেওয়া যেত না? প্রথমে দেরাদুন, সেখান থেকে মুম্বই। আবার এখন মুম্বই থেকে লন্ডন। এত ধকল সইতে পারবে তো আহত শরীরটা? মুম্বইয়ে নিয়ে আসার পর তবে বোঝা গেল, সেখানেও চিকিৎসা সম্ভব না। এ যুক্তি মোটেই বিশ্বাসযোগ্য হচ্ছে না।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

তাহলে কি পন্থকে বিষয়ে কিছু লুকোনো হচ্ছে সাধারণ মানুষের থেকে? পন্থ ভাল আছেন তো আদৌ? তিনি সত্যিই আর কখনও মাঠে ফিরতে পারবেন তো? প্রশ্নগুলো এখন উঠতে আসতে বাধ্য। ভারতীয় বোর্ড রহস্যজনক কার্যক্রম সে পরিস্থিতির-ই সৃষ্টি করেছে। এদিকে এমনটাও জানা যাচ্ছে যে একটি নয়, লন্ডনে দুটি অস্ত্রোপচার হবে পন্থের। দুটিই কি হাঁটুর লিগামেন্টে? নাকি শরীরের অন্য কোনও স্থানে? যা এখনই প্রকাশ করতে চাইছে না বিসিসিআই। যদিও চিকিৎসকরা দাবি করেছেন, পন্থের চোট অনেকটা রবীন্দ্র জাদেজার চোটের মত। ফলে নয়মাস লাগবে তাঁর সুস্থ হতে। কিন্তু কতটা সত্যতা রয়েছে সে দাবিতে? বোর্ডের কার্যকলাপ সত্যিই রহস্যময়।