স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ (India Vs Bangladesh), দুই টেস্টের সিরিজ। চেন্নাইয়ের চিপকে মুখোমুখি হতে চলেছে দুই দল। সদ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আসা বাংলাদেশ দল উত্তেজনায় ফুটছে। অধিনায়ক শান্তসহ অনেক ক্রিকেটারেরই দাবি, এবার ভারতকেও হারিয়ে দেবেন তাঁরা।
আরও পড়ুন: বাংলাদেশ যত পারে মজা করে নিক, ওদের দশা ইংল্যান্ডের মতই হবে, হুঙ্কার রোহিতের
এদিকে পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। ভারতের বিরুদ্ধে ঘরে-বাইরে মিলিয়ে এখনও পর্যন্ত সিরিজ তো দূরের কথা, নিদেনপক্ষে একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি টাইগাররা। ২০২২ সালে মিরপুরে তারা জয়ের অনেক কাছাকাছি চলে এসেছিল ঠিকই। কিন্তু শেষপর্যন্ত শ্রেয়স আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিনের পার্টনারশিপে কঠিন পরিস্থিতি থেকেও ম্যাচ বের করে নিয়েছিল টিম ইন্ডিয়া।
তবে ভারতের বিরুদ্ধে টেস্টে জয় অধরা হলেও না হারার নজিরও রয়েছে বাংলাদেশের। ভারতের বিরুদ্ধে একটি সিরিজ তারা ড্র রাখতে পেরেছিল। সাল ২০১৫। বিশ্বকাপের পর বাংলাদেশে খেলতে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানে একটিই মাত্র টেস্ট ছিল। খেলাটি ড্র হওয়ায় সিরিজ-ও ড্র।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
অন্যদিকে হেড টু হেড হিসাব করলে এখনও পর্যন্ত টেস্টে ভারত-বাংলাদেশ (India Vs Bangladesh) মুখোমুখি হয়েছে মোট ১৩ বার। এর মধ্যে ১১ বারই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। বাকি দুটি খেলা ড্র হয়। আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই দুটি ড্র ম্যাচই বাংলাদেশের মাটিতে। ভারতে আজ অবধি দু’দলের মধ্যে যে কটি টেস্ট ম্যাচ হয়েছে, প্রতিটিতেই জিতেছে স্বাগতিকরা।