স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। প্রথম দিনেই বাংলাদেশ দল এমন এক ক্ষমাহীন ভুল করে ফেলল যে তাদের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার শাস্তির মুখের পড়তে হতে পারে। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনে ভারত খেলেছে ৮০ ওভার। মন্থর ওভার রেটের (Slow Over Rate) কারণেই শাস্তি হতে পারে টাইগারদের।
আরও পড়ুন: ঋষভ পন্থ অনুপ্রেরণা, বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরির পর রহস্য ফাঁস করলেন অশ্বিন
আইসিসির নিয়ম অনুযায়ী টেস্ট ম্যাচে প্রতিদিন ন্যূনতম ৯০ ওভার হতে হবে। শুধুমাত্র বৃষ্টি বা উপযুক্ত কোনও কারণবশতঃ ওভারের সংখ্যা কমতে পারে। চেন্নাইয়ে বৃহস্পতিবার সকালে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হয়নি। এমনকি দিনের শেষে অতিরিক্ত আধঘন্টা খেলা হয়েছে। কিন্তু তারপরেও দিনে ৯০ ওভার করতে পারেননি বাংলাদেশের বোলাররা।
চেন্নাই টেস্টে ভাল শুরু করেও এই মুহূর্তে ব্যাকফুটে বাংলাদেশ। ভারতের প্রথম ইনিংস ৩৭৬ রানে শেষ হওয়ার পর এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত টাইগারদের স্কোর ৫ উইকেটে ৮৮। গোদের ওপর বিষফোঁড়া মন্থর ওভার রেট (Slow Over Rate)। যার জন্য আইসিসির শাস্তির কোপে পড়তে পারেন নাজমুল হোসেন শান্তরা। যদি গোটা চেন্নাই টেস্টেই পদ্মাপারের বোলারদের ওভার রেট এমন মন্থর থাকে সেক্ষেত্রে আইসিসির নিয়মে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা যাবে তাঁদের। ঠিক যেমনভাবে পয়েন্ট খোয়াতে হয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মত দলকেও।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
বাংলাদেশি বোলারদের এহেন মন্থর ওভার রেট (Slow Over Rate) কিছুতেই ক্ষমা করতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্য হর্ষ ভোগলে। তাঁর সাফ দাবি, “অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয়েছে। তারপরেও বাংলাদেশ পুরো ৯০ ওভার করতে পারল না। এটা মেনে নেওয়া যায় না।” বাংলাদেশকে মূলত সমস্যায় করতে হয়েছে জোরে বোলারদের জন্যই। দিনের ৮০ ওভারের মধ্যে ৫০ ওভার তাঁরাই করেছেন। এবং সময় বেশি নিয়েছেন। এ কারণেই ৮০ ওভারের বেশি বল করতে পারেনি বাংলাদেশ।”