স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে নেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আবার দলীপ ট্রফিতেও ব্যাটে রান নেই তাঁর। ৪ ইনিংসে মাত্র ১০৪ রান। ফলে কেকেআর অধিনায়ক যে খুব শিগগিরই দেশের টেস্ট দলে ফিরছেন না তা একপ্রকার নিশ্চিত। কিন্তু ভবিষ্যতেও শ্রেয়সকে টেস্ট খেলতে দেখা যাবে কি?
আরও পড়ুন: মুখোমুখি কোহলি-গম্ভীর, ঝগড়া ভুলে হল মনের কথা চালাচালি
সম্প্রতি বিসিসিআইয়ের দুই কর্তা এমন মন্তব্য করেছেন তাতে বোর্ডের ইঙ্গিত স্পষ্ট। তা হল, ভারতের টেস্ট জার্সি গায়ে গলানোর সুযোগ হয়ত আর পাবেন না আইয়ার (Shreyas Iyer)। এক কর্তা সরাসরি বলে দেন, “শ্রেয়সের জন্য টেস্ট দলে কোনও জায়গা নেই এই মুহূর্তে। কাকে বাদ দিয়ে খেলানো হবে ওকে?” এরই সঙ্গে যোগ করেন, “দলীপে ও সেট হওয়ার পর যে শট খেলে আউট হয়েছে তা মেনে নেওয়া যায় না। সেট হওয়ার পর বড় রান করতে পারছে না শ্রেয়স। শট নির্বাচনে ভুল অনেক ভুল আছে ওর।”
অপরজনের কথায়, “আগে ইরানি খেলে রান করুক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তারপর ভাবা যাবে আইয়ারকে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে নেওয়ার কথা।” পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন যে আসন্ন অস্ট্রেলিয়া সফরে নেওয়া হবে না শ্রেয়স আইয়ারকে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
উক্ত কর্তা সরাসরি জানান, “একটাই কথা, শ্রেয়সকে রানে ফিরতে হবে। এটা ঠিক কথা যে ২০২৩ বিশ্বকাপে রান করেছিল। কিন্তু তারপরই চোট পেয়ে যায়। অস্ট্রেলিয়া সফরে সম্ভবত শ্রেয়সকে নেওয়া হবে না। কারণ শর্ট বলে ওর দুর্বলতা রয়েছে।” তবে কেকেআর অধিনায়ককে পুরোপুরি নিরাশও করছেন না তিনি। বলেন, “দলীপের একটি রাউন্ড এখনও বাকি। সেখানে ও শতরান করতেই পারে। ঘরের মাঠে কোনও সিরিজে ওর কথা ভাবা হলেও হতে পারে।”