স্পোর্টস ডেস্ক: শেষ হল গব্বর-যুগ। আন্তর্জাতিক ক্রিকেটের আসর থেকে অবসর নিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শনিবার সকালে সামাজিক মাধ্যমে এক আবেগঘন ভিডিও পোস্টের মাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি।
আরও পড়ুন: বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারেন বিনেশ ফোগত, যোগ দিচ্ছেন কোন দলে?
২০২২ সালের ডিসেম্বর মাসে শেষবার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল ধাওয়ানকে। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলেছিলেন তিনি। এরপর একে একে শুভমন গিল, যশস্বী জয়সওয়ালের মত তরুণদের উপস্থিতিতে ব্রাত্য হয়ে পড়েন দলে। দেড় বছরেরও বেশি সময় অপেক্ষা করার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বললেন ভারতীয় ক্রিকেটের গব্বর।
৩৮ বছর বয়সী ধাওয়ান (Shikhar Dhawan) ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়ে নিয়েছেন। তবে তাঁকে আইপিএলের মঞ্চে ফের দেখা যাবে কি না, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। এই বছর পাঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা গেলেও ফিটনেস সমস্যা ভুগিয়েছে তাঁকে। শনিবার যে ভিডিওটি ধাওয়ান ছেড়েছেন তাতে তিনি বলেন, “এই মুহূর্তে আমি এমন একটি বিন্দুতে দাঁড়িয়ে যেখান থেকে পিছনে তাকালে আমি শুধুই স্মৃতি দেখতে পাচ্ছি আর সামনে তাকালে গোটা পৃথিবী দেখতে পাচ্ছি।” যোগ করেন, “আমি বছরের পর বছর খেলেছি। আরও একটি পরিবার পেয়েছি। সেইসঙ্গে আরও একটি নাম। আপনাদের সকলের ভালোবাসা পেয়েছি আমি। তবে গল্পে এগিয়ে যেতে হলে পাতা উল্টাতে হয়। আমিও তাই করছি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
২০১০ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ধাওয়ানের (Shikhar Dhawan)। এরপর ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকে করেন ১৮৭ রান। মহেন্দ্র সিং ধোনির দলের ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সব থেকে বড় কারিগর ছিলেন তিনি। পাশাপাশি আইসিসি ইভেন্টে তাঁর পারফরম্যান্স চিরকালই নজরকাড়া। বিদায় বার্তায় তিনি বলেন, “আমার সব সময় লক্ষ্য ছিল ভারতের হয়ে খেলা। এর জন্য আমি আমার পরিবার, আমার শৈশবের কোচ তারক সিনহাজি, মদন শর্মাজি এবং আরও অনেকের কাছে কৃতজ্ঞ।”