স্পোর্টস ডেস্ক: শনিবার অবসর নিয়েছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দুটো দিন কাটতে না কাটতেই নয়া আপডেট ভারতীয় ক্রিকেটের গব্বরকে নিয়ে। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবারে লেজেন্ডদের প্রতিযোগিতায় দেখা যাকে তাঁকে। সোমবার লেজেন্ডস লিগ ক্রিকেটে যোগদান করলেন তিনি।
আরও পড়ুন: নীরজ চোপড়া নয়, এই ক্রিকেটারের সঙ্গে সময় কাটাতে চান Manu Bhaker
৩৮ বছর বয়সে আন্তর্জাতিক এবং সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন শিখর। ভারতীয় ক্রিকেটার যতদিন বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকেন, ততদিন তাঁদের আইপিএল বাদে অন্য কোনও লিগ খেলার অনুমতি নেই। তবে অবসরের পর যেহেতু ধাওয়ান (Shikhar Dhawan) আর বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিতে নেই তাই তাঁর অন্য লিগ খেলতেও বাধা নেই আর।
গত জুলাইয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস প্রতিযোগিতায় শিরোপা জিতেছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। তবে লেজেন্ডস লিগ ক্রিকেট সম্পূর্ণ অন্য একটি ইভেন্ট। যা এর আগেও হয়েছে। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। যেখানে খেলার প্রসঙ্গে একটি বিবৃতিতে ধাওয়ান এদিন জানিয়েছেন, ক্রিকেট খেলতে যা যা প্রয়োজন তা পূরণ করার জন্য তাঁর শরীর এখনও যথেষ্ট সক্ষম।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
ধাওয়ানের (Shikhar Dhawan) কথায়, “ক্রিকেট আমার জীবন এবং পরিচয়ের অবিচ্ছেদ্য একটি অংশ। যা কখনওই আমার ছেড়ে যাবে না।” এতেই শেষ নয়। তিনি আরও বলেন, “ক্রিকেট মাঠে আমার বন্ধুদের কাছে ফিরতে সেইসঙ্গে সমর্থকদের ফের আনন্দ দিতে আমি উৎসুক। যাতে আমরা একসঙ্গে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারি।”