স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে সিরিজ জিতে নয়া ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শাকিব আল হাসানের মাথায় ঝুলছে খুনের মামলার খাঁড়া। অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশের অলরাউন্ডারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছিল। তিনি কিন্তু পাকিস্তান থেকে দেশেই ফিরলেন না।
আরও পড়ুন: কংগ্রেসে যোগ দেওয়ায় প্রাণনাশের হুমকি বজরং পুনিয়াকে
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের পর এবারে ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে। টাইগাররা। তার আগে দলের বাকি সদস্যরা আপাতত দেশে ফিরে গিয়েছেন। কিন্তু শাকিব ফেরেননি। না, তিনি ভারতেও আসেননি। গিয়েছেন বিলেতে।
ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের আগে বিলেতের মাটিতেই প্রস্তুতি সারবেন শাকিব। সেখানে সোমবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে নামতে চলেছেন তিনি। পাকিস্তানে সিরিজ জিতলেও ব্যাট হাতে ছন্দে ছিলেন না শাকিব। মনে করা হচ্ছে, সে কারণেই ভারত সফরের আগে নিজের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না তিনি। এদিকে দেশে তাঁর নামে দায়ের করা হয়েছিল খুনের মামলা।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এই বছরই আওয়ামী লিগের হয়ে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন শাকিব। তবে শেখ হাসিনার পদত্যাগ এবং সরকারের পতনের পর এ মুহূর্তে পরিস্থিতি একেবারেই আলাদা। এরই মধ্যে হত্যার মামলা দায়ের করা হয়েছিল বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডঃ আসিফ নজরুল জানিয়েছিলেন যে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই হয়ত পুলিশের হেফাজতে যেতে হবে না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে। পাশাপাশি এও জানানো হয় যে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।