স্পোর্টস ডেস্ক: বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে অভিষেক ঘটেছিল সরফরাজ খানের (Sarfaraz Khan)। এক কথায় অসাধারণ অভিষেক। জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে দুই ইনিংসেই অর্ধশতরান করেন। এরপর সিরিজের শেষ ম্যাচে আরও একটি হাফ সেঞ্চুরি। কিন্তু এরপরেও ভারতের হয়ে টেস্ট খেলার আশা করছেন না মুম্বইয়ের তরুণ।
আরও পড়ুন: ডুরান্ড ডার্বির অফলাইন টিকিট মিলবে শিগগিরই, কবে কোথা থেকে কাটবেন দর্শকরা?
আর দিনকয়েক বাদেই ভারতে টেস্ট সিরিজ খেলতে আসবে বাংলাদেশ। তার আগে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন সরফরাজ (Sarfaraz Khan)। কিন্তু হঠাৎ তিনি এমন কথা বললেন কেন? ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ছিলেন না বিরাট কোহলি। কে এল রাহুল, শ্রেয়স আইয়ারদেরও গোটা সিরিজে দেখা যায়নি। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে প্রথম সারির ক্রিকেটাররা সকলেই ফিরবেন। সেই কারণেই কি দুর্দান্ত অভিষেকের পরেও দলে নিজেকে দেখতে পাচ্ছেন না মুম্বইকর?
সরফরাজের (Sarfaraz Khan) নিজের কথায়, “যদি সুযোগ পাই তাহলে নিজের সেরাটা দিতে প্রস্তুত আমি। এটাই তো আমার কাজ। কিন্তু তাও বলব কোনও আশা আমি রাখছি না।” এর সঙ্গেই যোগ করেছেন, “নিজেকে পাল্টাব না। পাল্টানোর কোনও কারণই দেখি না। কারণ, নিজের কাজটা আমি এত বছর ধরে করে আসছি।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক ঘটে সরফরাজের। প্রথম ইনিংসে ৬২ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে অপরাজিত থেকে যান। অভিষেক প্রসঙ্গে বলেন, “সেদিন প্রথম তিন বলে একটু চাপ লাগছিল। এরপর নিজের স্বাভাবিক খেলা খেলি। উল্টোদিকে কে বোলার তা নিয়ে মাথা ঘামাইনি।” আরও বলেন, “কেউ কেরিয়ারের শুরুতেই জাতীয় দলে সুযোগ পেয়ে যায়। আবার কাউকে অপেক্ষা করতে হয়। আমি যে দেরিতে সুযোগ পেয়েছি তা একদিক থেকে ভালই। ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছি। এটা ব্যাটার হিসেবে আমাকে উন্নতি করতে সাহায্য করেছেন।”