28 C
Kolkata
Friday, October 11, 2024
Home ক্রিকেট ভারতীয় দলে খেলার আশা করেন না, হঠাৎ একথা কেন বললেন সরফরাজ?

ভারতীয় দলে খেলার আশা করেন না, হঠাৎ একথা কেন বললেন সরফরাজ?

স্পোর্টস ডেস্ক: বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে অভিষেক ঘটেছিল সরফরাজ খানের (Sarfaraz Khan)। এক কথায় অসাধারণ অভিষেক। জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে দুই ইনিংসেই অর্ধশতরান করেন। এরপর সিরিজের শেষ ম্যাচে আরও একটি হাফ সেঞ্চুরি। কিন্তু এরপরেও ভারতের হয়ে টেস্ট খেলার আশা করছেন না মুম্বইয়ের তরুণ।

- Advertisement -

আরও পড়ুন: ডুরান্ড ডার্বির অফলাইন টিকিট মিলবে শিগগিরই, কবে কোথা থেকে কাটবেন দর্শকরা?

আর দিনকয়েক বাদেই ভারতে টেস্ট সিরিজ খেলতে আসবে বাংলাদেশ। তার আগে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন সরফরাজ (Sarfaraz Khan)। কিন্তু হঠাৎ তিনি এমন কথা বললেন কেন? ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ছিলেন না বিরাট কোহলি। কে এল রাহুল, শ্রেয়স আইয়ারদেরও গোটা সিরিজে দেখা যায়নি। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে প্রথম সারির ক্রিকেটাররা সকলেই ফিরবেন। সেই কারণেই কি দুর্দান্ত অভিষেকের পরেও দলে নিজেকে দেখতে পাচ্ছেন না মুম্বইকর?

- Advertisement -

সরফরাজের (Sarfaraz Khan) নিজের কথায়, “যদি সুযোগ পাই তাহলে নিজের সেরাটা দিতে প্রস্তুত আমি। এটাই তো আমার কাজ। কিন্তু তাও বলব কোনও আশা আমি রাখছি না।” এর সঙ্গেই যোগ করেছেন, “নিজেকে পাল্টাব না। পাল্টানোর কোনও কারণই দেখি না। কারণ, নিজের কাজটা আমি এত বছর ধরে করে আসছি।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক ঘটে সরফরাজের। প্রথম ইনিংসে ৬২ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে অপরাজিত থেকে যান। অভিষেক প্রসঙ্গে বলেন, “সেদিন প্রথম তিন বলে একটু চাপ লাগছিল। এরপর নিজের স্বাভাবিক খেলা খেলি। উল্টোদিকে কে বোলার তা নিয়ে মাথা ঘামাইনি।” আরও বলেন, “কেউ কেরিয়ারের শুরুতেই জাতীয় দলে সুযোগ পেয়ে যায়। আবার কাউকে অপেক্ষা করতে হয়। আমি যে দেরিতে সুযোগ পেয়েছি তা একদিক থেকে ভালই।‌ ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছি। এটা ব্যাটার হিসেবে আমাকে উন্নতি করতে সাহায্য করেছেন।”

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

নতুন কোচের হাত ধরে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির

স্পোর্টস ডেস্ক: পরপর ৩ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ বাহিনী। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কুয়াদ্রাত। নতুন...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

খবর এই মুহূর্তে

বিদায় রতন টাটা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

খাসডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটা (ratan tata) । প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিত শাহর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে...

শেষবারের মতো প্রভুকে দেখতে গোয়া এল, কেন রতন টাটার সারমেয়র ব্যতিক্রমী নাম

খাসডেস্ক: রতন টাটার (ratan tata)প্রিয় সারমেয়, গোয়া । প্রভুকে শেষবারের মতো এল শ্রদ্ধা জানাতে। সারমেয়দের প্রতি প্রয়াত শিল্পপতির ভালোবাসা কারোর অজানা নয়। বিশেষ করে...

ফিরেছেন রাজ্যপাল, সিনিয়রদের অনুরোধেও কাজ হয়নি, অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

খাসডেস্ক: উদ্বেগ বাড়ছে জুনিয়র ডাক্তার (junior doctor) অনিকেত মাহাতোকে নিয়ে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। বাকি অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হলেও অনিকেতের ক্ষেত্রে...

পার্শি রিচুয়াল মেনে শেষকৃত্য রতন টাটার, বিজনেস টাইকুনের দেহ ঝুলবে টাওয়ার অব সাইলেন্সে

খাসডেস্ক: পার্শি রিচুয়াল মেনেই সম্পন্ন হবে রতন টাটার (ratan tata) শেষকৃত্য। বুধবার রাতে ভারতের শিল্পজগতের টাইকুন রতন টাটা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ...