টেনিস অতীত, এবার ক্রিকেট, আইপিএলে আরসিবি দলে দেখা যাবে সানিয়া মির্জাকে

0
799
sania-mirza-shared-an-emotional-post-on-social-media-withdrawn-her-name-from-us-open

বিশ্বদীপ ব্যানার্জি: সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনে টেনিস কেরিয়ারকে বিদায় জানান সানিয়া মির্জা। ব়্যাকেটকে বিদায় জানিয়েই এবারে স্বামী শোয়েব মালিকের মত ক্রিকেট দুনিয়ায় পা রাখতে চলেছেন ভারতের প্রাক্তন টেনিস সুন্দরী। আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন: WPL মহিলাদের ক্রিকেটে বিপ্লব ঘটাবে, দাবি জয় শাহের

- Advertisement -

কর্তা শোয়েব মালিক ছিলেন পাকিস্তানের এক নির্ভরযোগ্য ক্রিকেটার। তবে গিন্নিকে মোটেই ব্যাট বা বল হাতে ২২ গজে নামতে দেখা যাবে না। বরং সানিয়াকে মেন্টর হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে আরসিবি ফ্র্যাঞ্চাইজি। যা নিঃসন্দেহে এক বড় চমক।

সবথেকে বড় কথা, সানিয়া এমন একটি ফ্র্যাঞ্চাইজির মেন্টর হলেন, যেখানে উপস্থিতি খোদ বিরাট কোহলির। সব মিলিয়ে আরসিবি মানে যেন এ মুহূর্তে চাঁদের হাট। এদিকে দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা উজাড় করে দিতে প্রস্তুত সানিয়া-ও। কেরিয়ারে মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতাই স্মৃতি মান্ধানাদের সঙ্গে ভাগ করার মাধ্যমে তাঁদের চাপ সামলানোর দাওয়াই দেবেন বলে জানা যাচ্ছে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ইতিমধ্যেই ঘোষিত হয়েছে প্রমীলা আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। এর পরপরই সানিয়া মির্জাকে মেন্টর হিসেবে আরসিবি নিজেদের দলে অন্তর্ভুক্ত করার এই খবর স্বাভাবিকভাবেই হইচই ফেলে দিয়েছে ক্রিকেট মহলে। ইতিপূর্বে নিলামে প্রমীলা আইপিএলের সবথেকে দামী খেলোয়াড় হিসেবে স্মৃতি মান্ধানাকে ৩.৪০ কোটি টাকায় কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়াও দলে রয়েছেন এলিস পেরি, বেথ মুনি, রিচা ঘোষ, রেণুকা সিংরা।