
বিশ্বদীপ ব্যানার্জি: ৩৩ বছর আগে শেষবার ক্রিকেটে ভারতসেরা হওয়া। সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘরের মাঠে দিল্লিকে হারিয়ে রনজি ট্রফি জিতে নেয় বাংলা। ৩৩ বছর পর আরও একবার রনজি জয়ের দোরগোড়ায় বাংলা। এবারেও ঘরের মাঠে।
আরও পড়ুন: বিরাটের স্টাইলে পাক বধ জেমিমার, ভিডিও শেয়ার করল ICC
এদিকে যা জানা যাচ্ছে, ১৯৮৯-৯০ মরশুমে বাংলাকে এ যাবৎ শেষবার রনজি জেতানো অধিনায়ককে এক বিশেষ সম্মান দিতে চলেছে সিএবি। বৃহস্পতিবার ইডেনের ঐতিহ্যবাহী ঘন্টা বাজিয়ে এবারের রনজি ফাইনালের সূচনা ঘটাবেন সম্বরণ। তবে কি ৩৩ বছর আগের জয়ের মুহূর্ত ফেরাতেই এ হেন সিদ্ধান্ত বাংলা ক্রিকেট সংস্থার? সম্বরণকে লাকি চার্ম মনে করা হচ্ছে?
এহেন সম্মান পেয়ে যার পর নাই আপ্লুত বাংলাকে শেষবার রনজি ট্রফির স্বাদ এনে দেওয়া সম্বরণ। তিনি সাংবাদিকদের বলেন, “৩৩ বছর পর ইডেনে ফের ট্রফি জয়ের হাতছানি বাংলার সামনে। আর সেই ম্যাচের সূচনা আমার হাত ধরেই হতে চলেছে। এতে আমি সম্মানিত বোধ করছি।” এদিকে শুধু সম্বরণকে দিয়ে ঘন্টা বাজানো-ই নয়। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ইডেনের ফাইনালে থাকছে আরও কিছু চমক।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
আন্তর্জাতিক ম্যাচের মতই পূর্ণাঙ্গ ডিআরএস পদ্ধতি থাকছে রনজি ফাইনালে। বিসিসিআই জানাচ্ছে, প্রতি ইনিংসে উভয় পক্ষের ৩টি করে ডিআরএস থাকছে। এছাড়া দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ‘বি’, ‘কে’, ‘সি’ ও ‘এল’ ব্লক। এইসমস্ত গ্যালারিতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।