স্পোর্টস ডেস্ক: সিরিজ শুরুর আগেই একের পর এক গোলা ধেয়ে আসছে টাইগারদের দিক থেকে। এতদিন চুপচাপ শুনে গেলেও এবারে জবাব দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। পাকিস্তানের পর ভারতকে হারিয়েও সিরিজ জিতব, সাংবাদিক সম্মেলনে এসে বাংলাদেশি ক্রিকেটারদের এই হুঁশিয়ারির পাল্টা দিয়েছেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন: জাত চেনাচ্ছেন সচিন-পুত্র, ৯ উইকেট নিয়ে জেতালেন দলকে
পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার তাদের সামনে প্রথমবার বিদেশের মাটিতে টানা দুটি সিরিজ জেতার সুযোগ। কিন্তু কাজটা মোটেই সহজ নয়। আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে সিরিজ দূরের কথা, একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি পদ্মাপারের দলটি। ভারত অধিনায়ক রোহিত (Rohit Sharma) প্রতিপক্ষকে যেন সেই তথ্যই যেন আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।
পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর উত্তেজনায় ফুটছে গোটা বাংলাদেশ দল। একাধিক ক্রিকেটার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন টিম ইন্ডিয়াকে। জবাবে হিটম্যান তাঁদের মনে করিয়ে দিচ্ছেন চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজের কথা। ইংল্যান্ড-ও দাবি করেছিল, বাজবল দিয়ে ভারতকে মাত দেবে তারা। কিন্তু শেষপর্যন্ত ১-৪ হেরে মুখ চুন হয় তাদের।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
বাংলাদেশকে সেই কথা মনে করিয়ে দিয়ে রোহিত বলেন, “ইংল্যান্ডও অনেক বড় বড় কথা বলেছিল। বাকিটা বুঝিয়ে দিয়েছি আমরা।” এরই সঙ্গে জুড়ে দেন, “বাংলাদেশ আমাদের হারিয়ে মজা করতে চাইছে। ওদের মজা করতে দিন। আমরা ওদের হারানোর ব্যাপারে ফোকাস করছি।”