স্পোর্টস ডেস্ক: মাত্র দু’দিন আগেই মুখ খুলে ছিলেন ভারতকে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক রোহিত শর্মা । সটান জানিয়ে দিয়েছিলেন, তিনি এখনও টি-টোয়েন্টি খেলার ক্ষমতা রাখেন। কথাটা যে নেহাত কথার কথা নয় বা চাল মারতেও বলেননি তা সোমবারই দেখিয়ে দিলেন গ্রিন পার্কে।
আরও পড়ুন: IND vs BAN: নো লাক নেলসন
টেস্টে ইনিংসের প্রথম দুই বলে দুই ছক্কা এর আগে আরও তিনজন মেরেছেন। কানপুর বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মা বিশ্বরেকর্ড গড়লেন প্রথম ওপেনার হিসেবে মেরে। সব মিলিয়ে ১১ বলে ২৩ (১ টি চার ও ৩ টি ছয়)। সেইসঙ্গে জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধে মাত্র ৩ ওভারেই ভারতকে পার করিয়েছেন ৫০ -এর গণ্ডি। এটিও বিশ্বরেকর্ড। রোহিত শর্মা যে মিথ্যা হামবড়াই করেননি, টেস্ট জয়ের চেষ্টার পাশাপাশি তা প্রমাণ করতেও যেন মরিয়া ছিলেন তিনি।
রোহিত জানিয়েছিলেন, রিজার্ভ বেঞ্চে একঝাঁক তরুণ ক্রিকেটার তৈরি হয়ে বসে রয়েছেন। তাঁদের কথা মাথায় রেখেই বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ভারত অধিনায়কের কথায়, “আমার সময় শেষ হয়ে গিয়েছিল। তাই সরে দাঁড়িয়েছি। ১৭ বছর ধরে খেলেছি এবং সাফল্য পেয়েছি। বিশ্বকাপ জয়ের পর আমার মনে হয়েছিল, সরে দাঁড়ানোর এটাই সেরা সময়।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
কিন্তু এরপরই তিনি বলেন, “আমি মনে করি, ফিটনেসই হল আসল। তাই আমি এখনও তিন ফরম্যাটেই খেলার ক্ষমতা রাখি।” সত্যিই যে কতখানি ক্ষমতা রাখেন সোমবার গ্রিন পার্কে সেটাই দেখিয়ে দিলেন মাত্র ১১ বলের ইনিংসে। যা দেখে সামাজিক মাধ্যমে নেটাগরিকদের দাবি, টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে টেস্টে টি-টেনের প্রস্তুতি নিচ্ছেন হিটম্যান।