বিশ্বদীপ ব্যানার্জি: বিশ্বকাপ জিতে দেশে ফিরে স্বমহিমায় রোহিত শর্মা। বৃহস্পতিবার ভোর ৬টা ৫ মিনিটে দিল্লিতে অবতরণ করে টিম ইন্ডিয়া। এরপর বেলা ১১টা নাগাদ তারা চ্যাম্পিয়ন লেখা বিশেষ জার্সি পরে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে। তার আগে কথা রাখলেন খাদ্যরসিক রোহিত। দিলেন কেকে কামড়। যে অঙ্গীকার তিনি আগেই করেছিলেন।
আরও পড়ুনঃ রোহিত-কোহলি অবসরে, তবে সাকিব কেন সিদ্ধান্ত নিতে ৩ মাস নেবেন
রোহিত শর্মা যে খেতে ভালোবাসেন তা ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। যেখানে হিটম্যানকে বলতে শোনা গিয়েছে যে তিনি খেতে খুবই ভালবাসেন। প্রিয় খাবার কোনটি, এই প্রশ্নের জবাবে তিনি ডালভাতের নাম করেছিলেন। এহেন রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে কেক খেতে চাননি।
বিশ্বকাপ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি দেওয়ার আগেও কেক কাটা হয়েছিল। কিন্তু তখন খেতে চাননি ভারত অধিনায়ক। জানিয়েছিলেন, কাপ জিতলে তখন কেক খাবেন। কথা রাখলেন রোহিত। এদিন ভারতীয় দলকে অভ্যর্ত্থনা জানাতে হোটেল আইটিসি মৌর্যতে চকোলেটের বিশ্বকাপ ট্রফি বসানো এক বিশেষ কেকের আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে রোহিত সেই কেক কেটে মুখে দেন।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ করার কথা রয়েছে ভারতীয় দলের। এদিকে দল ট্রফি নিয়ে দেশে ফেরার উচ্ছ্বাস যেন আর বাঁধ মানতে চাইছে না ভারতীয় সমর্থকদের। এদিন দিল্লির রাস্তায় রোহিতদের একটু দেখার জন্য ভিড় কার্যত উপচে পড়ে। বিশ্বজয়ীরা হতাশ করেননি সমর্থকদের। ট্রফি দেখিয়ে হাত নাড়াতে থাকেন তাঁরা। হোটেলে ব্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে তাল মিলিয়ে নাচতেও দেখা গিয়েছে সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, যশস্বী জয়সওয়ালদের। মহম্মদ সিরাজ জানান, “এই ট্রফিটার জন্য অনেক পরিশ্রম করেছি। ১৫ জনের দলে থাকতে পেরে আমি গর্বিত। অসাধারণ একটা অনুভুতি হচ্ছে।”