বুমরাহ্ আদৌ ফিরতে পারবেন কিনা, জানেন না রোহিত, হঠাৎ-ই বাড়ছে উদ্বেগ

0
43

বিশ্বদীপ ব্যানার্জি: আসন্ন ফেব্রুয়ারিতে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজ খেলতে নামবে রোহিত এন্ড কোং। কিন্তু এই সিরিজ শুরুর আগেই চূড়ান্ত খারাপ খবর ভারতীয় সমর্থকদের জন্য। ভয়টা আগে থেকেই ছিল। এবারে পাকাপাকিভাবে প্রথম দুই টেস্ট থেকে ছিটকে গেলেন দেশের এক নম্বর পেসার।

আরও পড়ুন: বিশ্বকাপে এমন উইকেট বানালে কপালে দুঃখ আছে ভারতের

- Advertisement -

গত সেপ্টেম্বরের পর থেকেই দলে নেই দেশের সেরা পেসার যশপ্রীত বুমরাহ্। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে-ও খেলতে পারেননি। তবে আশা করা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজ হয়ত দেখা যাবে তাঁকে। কিন্তু সে গুড়ে-ও বালি। মঙ্গলবার সাংবাদিকদের ভারত অধিনায়ক রোহিত সরাসরি জানিয়ে দিলেন, অন্ততঃ প্রথম দুই টেস্টে বুমরাহ্-কে পাচ্ছে না দল।

এদিন ইন্দোরে কিউইদের হোয়াইটওয়াশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন টিম ইন্ডিয়ার নেতা। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে বুমরাহ্-কে পাব না আমরা। হয়ত শেষ দুই টেস্টে পেতে পারি। কিন্তু সেটা নিশ্চিত নয় এখনও। জানি না, ও আদৌ ফিরতে পারবে কিনা।” এ বছরেই ৫০ ওভারের বিশ্বকাপ দেশের মাটিতে। রোহিত জানান, সেই কথা মাথায় রেখে বুমরাহ্-কে নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

“চোট সারিয়ে ফেরা সহজ কথা নয়। পুরোপুরি সুস্থ না হয়ে ফিরলে পুনরায় চোট লাগার সম্ভাবনা থাকে।” বলেন রোহিত, “সামনের কয়েক মাসে অনেক খেলা আছে। তাই আমরা পুরোপুরি ফিট বুমরাকে চাইছি।’’ ভারত অধিনায়ক আরও জানান, “জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা। যতটা সময় সুস্থ হতে লাগবে, ততটাই সময় দেওয়া হবে বুমরাহ্-কে।”