বিরাটকে বাঁচাতে কপিল দেবকে তুলোধোনা রোহিতের, মনে করাচ্ছেন সচিন-সৌরভকে

0
30

বিশ্বদীপ ব্যানার্জি: একটা সময় একটা লম্বা সময়ের জন্য ছন্দ হারিয়েছিলেন সচিন তেন্ডুলকর। চেষ্টায় ঘাটতি রাখেননি, তবু কিছুতেই কিছু হচ্ছিল না। সে সময় ক্রিকেট ঈশ্বরের পাশে এসে দাঁড়ান তাঁর অধিনায়ক সৌরভ। পেছন থেকে নয়, একেবারে পাশ থেকেই সচিনকে ক্রমাগত ভরসা জুগিয়ে গিয়েছেন মহারাজ। কার্যত তার জেরেই আবার ছন্দ ফিরে পান মাস্টার ব্লাস্টার।

আরও পড়ুন: সুনীল মনোহর গাভাস্কার: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আজব চরিত্র

- Advertisement -

অতীতের সেই স্মৃতি-ই ফেরত এল ভারতীয় ক্রিকেটে। তবে এবারে আর সচিন-সৌরভ নন। পাত্রদ্বয়ের নাম বদলে হয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ক্রিকেট জীবনের সবথেকে খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছেন বিরাট। প্রায় বছর তিনেক হয়ে গেল তিন অঙ্কের মুখ দেখেননি তিনি। এ অবস্থায় দলের অধিনায়ক রোহিত শর্মা তাঁর পূর্বসূরীর পাশে দাঁড়ালেন।

নটিংহ্যামে ইংল্যান্ডের কাছে তৃতীয় টি-২০ হারের পর বিরাটকে কার্যত রক্ষা করে রোহিত বলেন, “একজন ক্রিকেটার বছরের পর বছর ধরে খেলছেন। মাত্র এক-দুটো সিরিজ দেখে তাঁর বাকি কেরিয়ার ভুলে গেলে চলবে না।” যোগ করেন, “টিম ম্যানেজমেন্ট জানে, বিরাটের গুরুত্ব। বাইরের লোকের পক্ষে বোঝা তা সম্ভব নয়।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

কিছুদিন আগে কোহলিকে সমালোচনায় বিদ্ধ করেছেন কপিল দেব। তাঁকেও খোঁচা দেন রোহিত। বলেন, “আমরা বাইরের লোকের কথা পাত্তা দিইনা। এই যে বিশেষজ্ঞ বলা হচ্ছে, তাঁরা কারা? কেনই বা তাঁদের বিশেষজ্ঞ বলা হয়, তা-ও জানি না।” এরই সঙ্গে যোগ করেন, “উনি বাইরে থেকে খেলা দেখছেন। বাইরে থেকে দেখে দলের ভেতরে কী হচ্ছে, তা বোঝা অসম্ভব।”