স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যাঁদের একসঙ্গে ‘রো-কো’ বলা হয় সংক্ষেপে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবার তাঁদের দেখা যাবে দেশের হয়ে নামতে। শুক্রবার কলম্বোয় শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ। এই সিরিজে ভারতের অধিনায়ক রোহিত। অন্যদিকে বিরাট দলের সবথেকে নির্ভরযোগ্য ব্যাট।
আরও পড়ুনঃ আইপিএলের মাঝপথে দেশে ফিরে গেলে ব্যান করা হবে বিদেশি ক্রিকেটারদের?
বার্বাডোজে গত ২৯ জুন টি-টোয়েন্টিতে বিশ্বজয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ‘রো-কো’। আর এরপর থেকে এখনও পর্যন্ত ভারত শুধুই টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। বিশ্বকাপ ফাইনালের পর তাই প্রথমবারের মত মাঠে নামছেন দুই মহারথী। কিন্তু শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর নয়, এমনকি ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে পরেও প্রথমবার নামতে চলেছেন দুজনে।
গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত শর্মার ভারতের। সারা টুর্নামেন্টে অপরাজেয় থাকার পর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া সেদিন হারিয়ে দেয় তাদের। তথ্য বলছে, এরপর থেকে এখনও পর্যন্ত একটিও ওডিআই ম্যাচ খেলেননি ‘রো-কো’ জুটি। টিম ইন্ডিয়াই খেলেছে সাকুল্যে ৩টি একদিনের ম্যাচ।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
‘রো-কো’ জুটি গত ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে বিপর্যয়ের পর প্রথমবার নামতে চলেছেন একদিনের ক্রিকেটে। একইসঙ্গে বিশ্বজয়ের অনুভূতি এবং তীরে এসে তরী ডোবার গ্লানি সঙ্গে নিয়ে নামবেন দুজনে। কী অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে যাবেন তাঁরা, তা সহজেই অনুমেয়। কিন্তু খেলার মাঠে আবেগের কোনও জায়গা নেই। সামনে লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে প্রস্তুতির জন্য মাত্র ৬টি একদিনের ম্যাচ পাচ্ছে দল। মাঠে নামার হয়ত পুরনো কথা মনেই পড়বে না ‘রো-কো’-র।