স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রাণে বেঁচে গেলেও আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়ে। কিন্তু সেই স্মৃতি নয়, অন্য একটি ঘটনা মনে পড়লে এখনও আতঙ্ক গ্রাস করে ভারতীয় উইকেটরক্ষককে। গত ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল চলাকালীন ঘটেছিল যে ঘটনা।
আরও পড়ুন: বিতর্ক উপেক্ষা করে আরজি কর কাণ্ড নিয়ে ফের সরব সৌরভ, কী বললেন মহারাজ?
দিনকয়েক পরেই শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। তার আগে এক সাক্ষাৎকারে ঋষভ পন্থ নিজের এই আতঙ্কের কথা জানিয়েছেন। তিনি বলেন, শেষ ওভারে ডেভিড মিলারের যে ক্যাচ সূর্য কুমার যাদব বাউন্ডারি লাইনে পাকড়েছিলেন, তার ঠিক আগের মুহূর্ত মনে পড়লে তিনি এখনও আতঙ্কিত হয়ে পড়েন।
পন্থের কথায়, “মিলার যেভাবে শটটা মেরেছিলেন তাতে মনে হয়েছিল সব শেষ হয়ে গেল! বলটা ওঁর ব্যাটে লাগার পরই আমার মনে হয়েছিল যে এটা ছয় হচ্ছেই!” এরই সঙ্গে যোগ করেন, “শেষপর্যন্ত যে বলটা সীমারেখার বাইরে গেল না আমার মনে হয় সেটা অগণিত ভারতীয় সমর্থকদের প্রার্থনার কারণেই।” এরপর সেই ক্যাচের কৃতিত্ব সূর্যকে দেওয়ার পাশাপাশি ঋষভ জানিয়েছেন তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভুলে থাকতে চান।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
কেন বিশ্বজয় ভুলতে চান? সেই ব্যখ্যা দিতে গিয়ে ঋষভ পন্থ বলেন, “ভুলে থাকাই ভাল। কারণ, ভারতীয়রা ১০-১৫ দিন পরই সবকিছু ভুলে যায়। কে কবে কী করেছে তা মনে রাখে না।” ভারতীয় উইকেটরক্ষকের মতে তাই বিশ্বকাপ জয়ের কথা বেশি না ভেবে সামনের দিকে তাকানোই বুদ্ধিমানের কাজ। যদিও তিনি এও জানান, “বিশ্বকাপ জেতার মুহূর্তটি আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে।”