খাস খবর ডেস্ক: বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে মাত্রই টেস্টের নয়া নেতা বেছে নেন সুনীল গাভাস্কার। লিটল মাস্টার সরাসরি নাম করেন উইকেটকিপার ঋষভ পন্থের। এবারে ভারতীয় বোর্ডের টুইটেও একই সুর শোনা গেল।
আরও পড়ুন: সৌরভ-দ্রাবিড়কে স্থানচ্যুত করার লড়াইয়ে নামতে চলেছেন কোহলি
নাহ্ একটু ভুল হল। আসল BCCI -র টুইটার হ্যান্ডল নয়। এ হল ফেক আইডি। বা ডামি-ও বলা যেতে পারে। যাদের ব্যবহারিক নাম, @BCC1। সোমবার তারা একটি টুইট করে। যেখানে সরাসরি জানিয়ে দেওয়া হয়, অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ, জাতীয় নির্বাচক কমিটিও বিরাট পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে ঋষভ পন্থকে ভাবতে শুরু করেছেন।
The All-India Senior Selection Committee also decided to name Mr. Rishabh Pant as the Captain of the Test team going forward.#TeamIndia | @RishabhPant17 pic.twitter.com/ceDKxkxHdQ
— BCCI ⚪ (@BCC1__) January 17, 2022
স্বভাবতই ভাইরাল এই টুইট। প্রথমে অনেকেই ধরতে পারেননি যে এই টুইট আসলেই ভারতীয় বোর্ড করেনি। যাঁরা ধরতে পারেন, কার্যত তাঁদের মাধ্যমেই শুরু হয় ঠাট্টা-বিদ্রূপ।
আরও পড়ুন: AFC Cup 2022: মাত্র ১ ম্যাচ জিতলেই মূলপর্বে ATKMB, প্রকাশিত হল সূচী
ঋষভ পন্থ আইপিএলে দিল্লি ক্যাপিটালসে’র অধিনায়ক। শ্রেয়স আইয়ারকে একপ্রকার বাদ দিয়েই তাঁকে দায়িত্বে রাখা হয়েছে। তা বলে টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়া কী মুখের কথা? যদিও গাভাস্কার নিজের পছন্দ হিসেবে পন্থকে-ই বেছে নিয়েছেন। কিন্তু সত্যি সত্যি নির্বাচকরাও মেনে নেবেন কী? উত্তর করোনা ভাইরাসের মতই মহা অনিশ্চিত।