স্পোর্টস ডেস্ক: ক্ষমা চাইলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। মহম্মদ সিরাজ এবং ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন যে ঘটনার সাক্ষী থাকল গোটা চিপক। কিন্তু কোন ভুলের জন্য ক্ষমা চাইতে দেখা গেল ভারতীয় উইকেটরক্ষককে?
আরও পড়ুন: সিরিজের শুরুতেই ক্ষমাহীন ভুল, আইসিসির শাস্তির মুখে পড়তে পারে বাংলাদেশ
ঘটনাটি ঘটে দ্বিতীয় দিন বাংলাদেশ ব্যাট করতে নামার পর। ইনিংসের দ্বিতীয় ওভারেই সিরাজের বল উইকেটের সামনে পেয়ে গিয়েছিল বাংলাদেশি ওপেনার জাকির হাসানের পা’কে। কিন্তু আম্পায়ার ভারতীয় দলের আবেদনে সাড়া দেননি। বোলার সিরাজ এবং অধিনায়ক রোহিত রিভিউ চাওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant) তাঁদের নিরস্ত করেন।
এই ঘটনার জন্যই দু’জনের কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায় ঋষভকে। কারণ, টিভি রিপ্লেতে দেখা যায়, বল লেগস্টাম্পে হিট করছে। অর্থাৎ ভারতীয় দল ডিআরএস নিলে আউট হয়ে ফিরতে হত জাকিরকে। অথচ ঋষভ (Rishabh Pant) ভেবেছিলেন, বল লেগস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে। স্টাম্প মাইকে সে কথাই তাঁকে বলতে শোনা গিয়েছে। সেকারণেই নিজের ভুল ধরা পড়ার পর ক্ষমা চেয়ে নিয়েছেন পন্থ।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এদিকে পন্থ ভুল করলেও সেই ভুলের খেসারত দিতে হয়নি টিম ইন্ডিয়াকে। ভারতের ৩৭৬ রানের জবাবে বুমরাহ্র দাপটে (৪/৫০) শান্তরা শেষ মাত্র ১৪৯ -এই। ২২৭ লিড নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারত ৩ উইকেট খুইয়ে ৮১। সব মিলিয়ে লিড ৩০৮ রানের। অর্থাৎ তৃতীয় দিনে আরও অন্ততঃ ১৫০-২০০ রান স্কোরবোর্ডে যোগ করাই লক্ষ্য হবে ভারতের।