স্পোর্টস ডেস্ক: মাথায় ঝুলছে খুনের অভিযোগ। এই অবস্থায় দেশে ফিরতে ভয় পাচ্ছেন। তাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করে দিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। পাশাপাশি তিনি এও জানিয়ে দিলেন, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নেবেন ওডিআই ফরম্যাট থেকেও।
আরও পড়ুন: এ কী করলেন অক্ষর! বিরক্তিতে মাঠ ছাড়লেন কোহলি
তবে চাঞ্চল্যকর হল, টেস্ট থেকে কবে বাংলাদেশের অলরাউন্ডার অবসর নেবেন সে প্রসঙ্গে তাঁর মন্তব্য। দেশে ফিরতে ভয় পাচ্ছেন তিনি। তাই পরিস্কার জানিয়ে দিলেন, যদি টেস্ট খেলে নিরাপদে বেরিয়ে আসতে পারেন তাহলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজই হবে তার কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ। কিন্তু যদি বিপদে পড়ার বিন্দুমাত্র সম্ভবনা দেখেন সেক্ষেত্রে হয়ত ঘরের মাঠে ফেয়ারওয়েল নেওয়া তাঁর হবে না।
তাই যদি হয় তাহলে শুক্রবার থেকে কানপুরের গ্রিন পার্কে শুরু হতে চলা টেস্টই হতে চলেছে শাকিবের (Shakib Al Hasan) বিদায়ী টেস্ট ম্যাচ। আর এই মুহূর্তে সেই সম্ভাবনাই বেশি। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার দায়িত্ব তারা নেবে না। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, “কাউকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বোর্ডের নেই। সে দায়িত্ব সরকারের।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এই পরিস্থিতিতে মিরপুরের মাটিতে শাকিবের (Shakib Al Hasan) ফেয়ারওয়েল নেওয়ার বাসনা কার্যত বিশ বাঁও জলে। হয়ত কানপুরেই জীবনের শেষ টেস্ট খেলে ফেলছেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। কিন্তু এদিকে কানপুর টেস্টেও বৃষ্টি কাঁটা। বৃহস্পতিবার সারারাত বৃষ্টি হওয়ার কারণে শুক্রবার সকালে পিছিয়ে গেল টস। সব মিলিয়ে জীবনের বিদায়ী টেস্ট নিয়ে শাকিবের যা যা ভাবনাচিন্তা সবটাই শুধু জল্পনা।