স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পরই অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। কিন্তু টি-টোয়েন্টির সঙ্গে সঙ্গে কি জাড্ডুর ওডিআই কেরিয়ারও শেষের পথে? সম্প্রতি এমন এক খবর সামনে আসছে তাতে শুরু হয়েছে সেই জল্পনাই।
আরও পড়ুনঃ গম্ভীরের সঙ্গে আর বিবাদ নয়, লঙ্কা সফরের আগে বিরাটকে বাধ্য করা হল মুচলেকা দিতে
আগামী বছর পাকিস্তানের মাটিতে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তার আগে বিসিসিআইয়ের একটি সূত্র এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র ৬টি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তাই নির্বাচকরা এই ম্যাচগুলিতে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিতে চান। যাতে এই দুই অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর্যাপ্ত প্রস্তুতি পান।
এই খবর সামনে আসার পর থেকেই রবীন্দ্র জাদেজার ওডিআই কেরিয়ার নিয়ে শুরু হয়েছে জল্পনা। বৃহস্পতিবারই শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বোর্ড। উল্লেখযোগ্যভাবে সেখানেও নাম নেই জাদেজার। তাহলে কি তারকা অলরাউন্ডারের (Ravindra Jadeja) একদিবসীয় কেরিয়ারের ইতি এখানেই ঘটে গেল?
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
জাদেজা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বোর্ডের পরিকল্পনায় না থাকলেও সূত্রটি জানাচ্ছে, খারাপ পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হয়নি তাঁকে। বরং বোর্ডের উদ্দেশ্য হল ভবিষ্যতের জন্য একটি দল তৈরি করা। সেই সঙ্গে আরও জানানো হয়েছে যে জাদেজা (Ravindra Jadeja) টেস্ট দলের অবিচ্ছেদ্য অঙ্গ। হোম কন্ডিশনে তার বোলিং অতুলনীয়। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠলে সেই ফাইনালে অবশ্যই খেলবেন জাদেজা।