স্পোর্টস ডেস্ক: একদিকে বিনেশ ফোগত, বজরং পুনিয়ারা যখন কংগ্রেসে যোগ দিয়ে আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন, ঠিক একই সময়ে বিজেপিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদস্যতা অভিযানে যুক্ত হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে যা পোস্ট করে জানিয়েছেন জাড্ডুর স্ত্রী রিভাবা।
আরও পড়ুন: কোমা থেকে ফিরে ব্রোঞ্জ জয়, মাঝে চা বিক্রি, ‘কপিল’ নাম মানেই যেন রূপকথা
রিভাবা নিজেও বিজেপির সদস্য। শুধু তাই নয়। গত ২০২২ সালে গুজরাটের বিধানসভা নির্বাচনে উত্তর জামনগর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, তাঁর স্বামী রবীন্দ্র জাদেজা তিন বছর পর সারা দেশজুড়ে শুরু হওয়া বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযানে যুক্ত হয়েছেন।
সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের দুই কুস্তিগীর বিনেশ ফোগত এবং বজরং পুনিয়া। হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন দুজনে। এই পরিস্থিতিতে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী জাদেজার বিজেপিতে যোগদান নিয়ে ক্রীড়া এবং রাজনৈতিক, উভয় মহলেই জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, সোমবার বিকেলেই আনুষ্ঠানিকভাবে সদস্যতা অভিযান কর্মসূচির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
বিশ্বকাপ জিতে জাদেজা অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে গোটা দলের সঙ্গে তিনিও দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ছবিও তোলেন মোদীর সঙ্গে। তবে জাদেজা যে রাজনীতিতে আসতে পারেন সে কথা তখন ভাবতে পারেনি কেউই। এবারে বিজেপিতে যোগ দিতেই জল্পনা শুরু হয়েছে, হয়ত আগামীদিনে ভোটেও দাঁড়াতে পারেন ‘স্যার’ জাদেজা।