29 C
Kolkata
Thursday, October 10, 2024
Home ক্রিকেট ঋষভ পন্থ অনুপ্রেরণা, বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরির পর রহস্য ফাঁস করলেন অশ্বিন

ঋষভ পন্থ অনুপ্রেরণা, বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরির পর রহস্য ফাঁস করলেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় ভারত। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। বৃহস্পতিবার মাত্র ১৪৪ রানেই ষষ্ঠ উইকেট পড়ার পর দুজনে দিনের শেষ পর্যন্ত যোগ করেছেন ১৯৫ রান। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হল, এদিন ৯১.০৭ -এর স্ট্রাইক রেটে শতরান করেছেন অশ্বিন।

- Advertisement -

আরও পড়ুন: শুভমন গিল ‘ভারতের বাবর আজম’, বছরে তৃতীয় শূন্য করতেই বিদ্রূপের ঝড়

চলতি চেন্নাই টেস্টের আগে অশ্বিনের নামের পাশে ছিল পাঁচটি টেস্ট শতরান। কিন্তু এত বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাঁকে কখনওই করতে দেখা যায়নি। বাংলাদেশের বিরুদ্ধে এদিন যেন নিজের চিরাচরিত খোলস ছেড়ে বেরোলেন ভারতীয় অফস্পিনার। দিনশেষে যে প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি টানেন ঋষভ পন্থের নাম।

- Advertisement -

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩৩৯। ১১২ বল খেলে অশ্বিন অপরাজিত রয়েছেন ১০২ রানে। মেরেছেন ১০ টি চার এবং ২ টি ছয়। এই ইনিংস খেলে ফেরার পর তিনি বলেন, “আগে আমি অফ স্টাম্পের বাইরেই খেলতাম শুধু। আর এখন ব্যাট চালাই। আর চালালে ঋষভ পন্থের মতই চালাই। নয়ত চালাই না।” এরই সঙ্গে জুড়ে দেন, “ঘরের মাঠে শতরান করার এক আলাদাই অনুভূতি। টি-টোয়েন্টি ক্রিকেট খেলছিলাম‌। সেটাই এই ইনিংস খেলতে সাহায্য করেছে।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

অশ্বিনের কথা থেকেই পরিষ্কার, টি-টোয়েন্টি ক্রিকেট তাঁকে যতটা প্রভাবিত করেছে, একইভাবে তিনি ততটাই প্রভাবিত সতীর্থ ঋষভ পন্থের ব্যাটিংয়ে। এর পাশাপাশি তিনি ধন্যবাদ দিয়েছেন রবীন্দ্র জাদেজাকেও। ১১৭ বলে যিনি দিনের শেষে অপরাজিত রয়েছেন ৮৬ রানে। অশ্বিনের কথায়, “জাদেজা আমাকে খুব সাহায্য করেছে। একটা সময় খুব ক্লান্ত হয়ে পড়ি। খুব ঘামছিলাম। তখন ও সিঙ্গেলস নেওয়া কমিয়ে দেয়। দুই রানের জায়গায় তিন রান নেওয়ার চেষ্টা করেনি। সেগুলো আমাকে সাহায্য করেছে।”

- Advertisement -

 

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

গিল-কোহলি ছাড়াও ভারতীয়দের মধ্যে একই বছরে তিন বা তার বেশিবার টেস্টে শূন্য করার নজির রয়েছে মনসুর আলি খান পতৌদি, দিলীপ বেঙ্গসরকার, বিনোদ কাম্বলি এবং মহিন্দর অমরনাথের। এদিকে শুধু গিল নয়, মেঘলা পরিবেশ এবং আর্দ্রতায় ভরা সারফেসে এদিন ভারতীয় টপ অর্ডারের প্রত্যেককেই সমস্যায় ফেলেছেন হাসান মাহমুদ। এখনও পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন তিনি। তবু এরই মধ্যে অর্ধশতরান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল (৫৬)।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

নতুন কোচের হাত ধরে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির

স্পোর্টস ডেস্ক: পরপর ৩ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ বাহিনী। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কুয়াদ্রাত। নতুন...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

খবর এই মুহূর্তে

বিদায় রতন টাটা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

খাসডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটা (ratan tata) । প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিত শাহর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে...

শেষবারের মতো প্রভুকে দেখতে গোয়া এল, কেন রতন টাটার সারমেয়র ব্যতিক্রমী নাম

খাসডেস্ক: রতন টাটার (ratan tata)প্রিয় সারমেয়, গোয়া । প্রভুকে শেষবারের মতো এল শ্রদ্ধা জানাতে। সারমেয়দের প্রতি প্রয়াত শিল্পপতির ভালোবাসা কারোর অজানা নয়। বিশেষ করে...

ফিরেছেন রাজ্যপাল, সিনিয়রদের অনুরোধেও কাজ হয়নি, অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

খাসডেস্ক: উদ্বেগ বাড়ছে জুনিয়র ডাক্তার (junior doctor) অনিকেত মাহাতোকে নিয়ে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। বাকি অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হলেও অনিকেতের ক্ষেত্রে...

পার্শি রিচুয়াল মেনে শেষকৃত্য রতন টাটার, বিজনেস টাইকুনের দেহ ঝুলবে টাওয়ার অব সাইলেন্সে

খাসডেস্ক: পার্শি রিচুয়াল মেনেই সম্পন্ন হবে রতন টাটার (ratan tata) শেষকৃত্য। বুধবার রাতে ভারতের শিল্পজগতের টাইকুন রতন টাটা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ...