নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্যাচ দেখে রাহুল দ্রাবিড় কেন বেশি খুশি হবেন

0
38

বিশ্বদীপ ব্যানার্জি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেই সিরিজ নিজেদের নামে করে নিয়েছেন রোহিত অ্যান্ড কোং। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে ৮ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে মেন ইন ব্লু। প্রথমে ব্যাট করে মাত্র ১০৮ রানেই শেষ কিউইরা। জবাবে রোহিত শর্মা হাফ সেঞ্চুরি (৫১) করে যান।

আরও পড়ুন: কিউইদের বিরুদ্ধে সিরিজ জয়ে RRR

- Advertisement -

মাত্র ২০.১ ওভারেই জয়ের প্রয়োজনীয় কড়ি সংগ্রহ করে ফেলে ভারত। কিন্তু শুধু এই সিরিজ জয়ের কারণে নয়। আরও একটি কারণে হেড কোচ রাহুল শরদ দ্রাবিড়ের খুব খুশি থাকার কথা। বা বলা যেতে পারে, এই কারণেই বেশি খুশি হবেন দ্য ওয়াল। বিশেষ করে, আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে বিশ্বকাপ, এ কথা মাথায় রেখে।

কেন আজ এত খুশি হবেন রাহুল? বিষয়টি তুলে ধরেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। হিন্দিতে ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন, “ড্রেসিংরুমে বসে আজ রাহুল দ্রাবিড় ভীষণ খুশি হবেন। কারণ রোহিত শর্মা সুইপ এবং রিভার্স সুইপ মারছেন। ভারতের মাটিতে স্পিনের বিরুদ্ধে খুবই কার্যকরী এই শট।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

উল্লেখ্য, স্পিনের বিরুদ্ধে সুইপ কার্যকরী শট হলেও ভারতীয় ব্যাটারদের খুব একটা এই শট খেলতে দেখা যায় না। কিন্তু রোহিত এদিন স্পিনের বিরুদ্ধে হুইপ এবং রিভার্স সুইপ, দুই-ই খেলেছেন। যা দেখে সঞ্জয় মনে করছেন, আসন্ন বিশ্বকাপের আগে এটি ভাল বিজ্ঞাপন টিম ইন্ডিয়ার জন্য। সে কারণেই তাঁর ধারণা, রাহুল দ্রাবিড় এদিন এই শটদুটি দেখে নিশ্চিন্ত হয়ে যাবেন।