স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার হিসেবে রাহুল শরদ দ্রাবিড় নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন ইতিহাসের পাতায়। পাশাপাশি কোচ হিসেবেও সফল তিনি। সদ্য তাঁর প্রশিক্ষণে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রোহিত শর্মারা। এহেন দ্য ওয়াল এবারে কি তবে অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন? সম্প্রতি শুরু হয়েছে সেই জল্পনাই।
আরও পড়ুন: রোহিত-বিরাট নয়, ভারতের এই ক্রিকেটারকে নিয়ে অজিদের সাবধান করলেন হেডেন
খেলোয়াড় হিসেবে ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্মজয়ী ভারতীয় দলের সদস্য হওয়া ছাড়া আর বড় কোনও ইভেন্ট জিততে পারেননি দ্রাবিড়। কিন্তু কোচ রাহুলের কেরিয়ার পুরোপুরি রঙিন। ২০১৮ সালে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলকে বিশ্বকাপ জেতানোর পর এই বছর সিনিয়র দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন। এছাড়া গত বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালও খেলেছে মেন ইন ব্লু। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঃ ডিপেন্ডেবলকে তাই প্রশ্ন করা হয় তাঁর বায়োপিক নিয়ে।
সম্প্রতি সামনে এসেছে যুবরাজ সিংয়ের বায়োপিকের খবর। যেখানে যুবির ভূমিকায় কে থাকবেন তা এখনও স্পষ্ট নয়। রাহুলকে প্রশ্ন করা হয়, এরপর যদি তাঁর বায়োপিক আসে তবে নিজের চরিত্রে কাকে দেখতে চান তিনি? সদ্য লাইফটাইম পুরস্কার জিতেছেন দ্রাবিড়। এই প্রশ্নের জবাবে তিনি হেসে উত্তর দিয়েছেন, “যদি ভাল টাকা পাই, তাহলে আমি নিজেই করতে পারি।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
দ্রাবিড়ের এই মন্তব্যের পরই দুটি জল্পনা শুরু হয়েছে। এক, যুবরাজের পর এবারে কি তবে দ্রাবিড়ের বায়োপিক আসছে? দুই, কোচিং ছেড়ে এবারে কি তবে বলিউডে পা রাখতে চললেন দ্য ওয়াল? ভারতের হেড কোচের দায়িত্ব ছাড়ার পর সাংবাদিকদের মজার ছলে জিজ্ঞেস করেছিলেন, কারও কাছে কোনও চাকরি আছে কি না। বলেছিলেন, বেকার হয়ে যাচ্ছেন তিনি। এরপর অবশ্য রাজস্থান রয়্যালসের তরফ থেকে জানান হয়, দ্রাবিড় হেড কোচ হয়ে আসতে চলেছেন।