স্পোর্টস ডেস্ক: সদ্য ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কিন্তু বিশ্বজয়ের সঙ্গে সঙ্গেই ভারতীয় দলের কোচ হিসাবে মেয়াদ ফুরিয়ে গিয়েছে তাঁর। ফলে ধারণা করা হচ্ছে আইপিএলে কোনও একটি দলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে দ্য ওয়ালকে। কিন্তু কোন দলের কোচ হচ্ছেন তিনি?
আরও পড়ুনঃ মৌনতা মানেই সম্মতি নয়, কলম্বোয় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নীরবতা বলে দিচ্ছে অনেক কিছুই
বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সাংবাদিকদের সঙ্গে মজা করতে দেখা গিয়েছিল দ্রাবিড়কে (Rahul Dravid)। বলেন, আবার বেকার হয়ে গিয়েছেন তিনি। নতুন চাকরি খুঁজতে হবে। এরপরই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে নাম জড়ায় দ্রাবিড়ের। যেহেতু গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর পদ ছেড়ে ভারতীয় দলে দ্রাবিড়ের জায়গায় হেড কোচের পদে যোগদান করেছেন, তাই বলা হচ্ছিল দ্রাবিড়-ও হয়ত কেকেআরে গম্ভীরের জায়গাটা নিতে পারেন।
নাইট শিবিরের তরফে দ্রাবিড়কে মোটা অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে, এমনটাও শোনা যাচ্ছিল। তবে এই মুহূর্তে সূত্রের খবর, দ্রাবিড় (Rahul Dravid) আইপিএলে ফিরতে পারেন ঠিকই তবে কেকেআরে আসছেন না। বরং তাঁকে নিজের পুরানো দল রাজস্থান রয়্যালসে হেড কোচের ভূমিকায় যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক রয়্যালসের এক কর্তা বিষয়টি সামনে এনেছেন।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল কেরিয়ার শুরু করার পর ২০১১ সালে রাজস্থান রয়্যালসে এসেছিলেন দ্রাবিড় (Rahul Dravid)। অধিনায়ক হন। এমনকি রাজস্থান ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি’র ফাইনালও খেলে দ্রাবিড়ের নেতৃত্বে। এরপর ২০১৪ এবং ২০১৫ মরশুমে দ্রাবিড়কে রয়্যালসের মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে। তবে এবার আর মেন্টর নয়, তাকে হেড কোচের দায়িত্বই দেওয়া হবে বলে জানাচ্ছেন উক্ত কর্তা। বলেন, “ফ্র্যাঞ্চাইজি সঙ্গে দ্রাবিড়ের কথা চলছে। খুব শিগগিরই এই বিষয়ে ঘোষণা করা হবে।”