28 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home ক্রিকেট বিশ্বকাপ জিতিয়ে কোন দলের কোচ হতে চলেছেন দ্রাবিড়?

বিশ্বকাপ জিতিয়ে কোন দলের কোচ হতে চলেছেন দ্রাবিড়?

সৌমাভ মণ্ডল : ভারতীয় কোচ হিসেবে বিশ্বকাপ জিতে সদ‍্য প্রাক্তন হয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তার কোচিংয়ে টিম ইন্ডিয়া ‘২৪ এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই অবশ‍্য ঠিক ছিল বিশ্বকাপের পর ভারতের হেড স‍্যারের দায়িত্ব ছাড়তে চলেছেন ‘দ‍্য ওয়াল’। কিন্তু ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল কখনও বলেননি, যে তিনি আগামীতে কোচিং করাবেন না। বা এও বলেননি যে অন্য কোনও দলের সঙ্গে তিনি যুক্ত হবেন না। সে জন‍্যই ক্রিকেট মহলে আলোচনা হচ্ছে, আগামী আইপিএলের কোনো দলের কোচ হতে পারেন দ্রাবিড়।

- Advertisement -

আরও পড়ুনখুঁড়িয়ে খুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে, এই ব্রাজিলকে চোখে দেখা যায় না

ক‍্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গত সপ্তাহেই হওয়া বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পাদক জয় শাহ। সেখানেই জয় শাহ পরিষ্কার করে দেন যে কি কারণে রাহুল আর ভারতের হেড কোচের দায়িত্ব পালন করতে রাজি নন। জয় শাহ বলেন, “পরিবারকে সময় দিতে চান রাহুল দ্রাবিড়। আর সেই কারণেই কোচের দায়িত্ব তিনি ছাড়তে চান।” ভারতীয় দলের কোচ মানে দায়িত্ব অনেক বেশি। বছরের বেশিরভাগ দিনই থাকতে হয় বাড়ির বাইরে। তাই পরিবারকে সময় দিতে পারেন না দ্রাবিড়। তবে সূত্র মারফত অবশ্য জানা গিয়েছে, তিনি আইপিএল এর কোনো দলে কোচিং করাতেই পারেন। কারণ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মাত্র ২-৩ মাসের ব্যাপার। ফলে পরিবারকে সময় দিয়ে দ্রাবিড় চাইলে আইপিএলের কোনও টিমের কোচিং করাতেই পারেন।

- Advertisement -

সেই লিস্টে ৪টি দলের নাম শোনা যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটাল্স। ক্রিকেট মহলের যা গুঞ্জন, তাতে গৌতম গম্ভীরই ভারতের পরবর্তী কোচ হতে চলেছেন। তাই ২০২৪ এর আইপিএল জয়ী কেকেআরের মেন্টরের শূন্যস্থান পূরণ করার জন্য দ্রাবিড়ই প্রথম পছন্দ হতে কেকেআর থিঙ্ক ট‍্যাঙ্কের। আবার মুম্বইয়েও যেতে পারেন দ্রাবিড়। মার্ক বাউচারের কোচিংয়ে বিগত আইপিএলে মুম্বই খুব ভালো কিছু ফল করতে পারেনি। ফলে দ্রাবিড়কে নিয়ে মুম্বই দল তাদের সোনালী দিন ফেরত আনতেই পারে। অন‍্যদিকে গম্ভীর লখনউ টিমের মেন্টর ছিলেন। তিনি কলকাতায় চলে আসায় লখনউয়ের মেন্টর পদ খালিই রয়েছে। সেখানেও রাহুল দ্রাবিড় মেন্টরের দায়িত্ব পালন করতেই পারেন। আবার ২০১৬-১৭ সালে দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন দ্রাবিড়। ফলে তিনি আবার দিল্লির কোচ হিসাবেও যোগ দিতে পারেন।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

AFC Champions League 2 -এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান

স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে যাচ্ছেনা মোহনবাগান সুপার জায়ান্টস। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ্যাৎ ২ অক্টোবর ইরানের তাবরিজ শহরে এএফসি চ্যাম্পিয়ন্স...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...