ট্রফি যেই জিতুক, ম্যান অব দ্যা টুর্নামেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর

0
168

বিশ্বদীপ ব্যানার্জি: টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারটি দলকে পেয়ে গিয়েছে ক্রিকেটবিশ্ব। ভারত, ইংল্যান্ড, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। পরিস্থিতি এখন এতটাই রুদ্ধশ্বাস যে এদের মধ্যে যে কেউই আগামী ১৩ নভেম্বর বিজয়ীর মুকুট পড়তে পারে। তবে শেষমেশ চ্যাম্পিয়ন যে-ই হোক, ম্যান অব দ্য টুর্নামেন্ট একজন-ই।

আরও পড়ুন: সূর্যকুমারকে আউট করার একটাই পথ, আর সেটা শুধু জানে…”, দাবি পাক কিংবদন্তির

- Advertisement -

জানেন, কে তিনি? তিনি আর কেউ নন। স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ঠিকই পড়ছেন। আমাদের রবি ঠাকুর-ই। মৃত্যুর ৮১ বছর পরেও যাঁকে ছাড়া কার্যত অচল সমগ্র বিশ্ব। ফলতঃ ক্রিকেট-ও এর ব্যতিক্রম নয়।

অস্ট্রেলিয়ার বুকে প্রবহমান অষ্টম আইসিসি টি-২০ বিশ্বকাপে সব মিলিয়ে যে ১৬টি দেশ অংশ নিয়েছিল, তার মধ্যে তিনটি দেশের-ই জাতীয় সঙ্গীত কবিগুরুর কলমনিঃসৃত। ভারতের “জন গণ মন…”, বাংলাদেশের “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…।” এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত, “নমো নমো শ্রীলঙ্কা মাতা…”। যদিও শ্রীলঙ্কার বিষয়টি অনেকেরই জানা নেই। হ্যাঁ, দ্বীপরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের প্রকৃত স্রষ্টা রবি ঠাকুরই। তিনি অবশ্য বাংলায় এই গান রচনা করেছিলেন। বিশ্বভারতীর সিংহলী ছাত্র আনন্দ সমাকুরন পরবর্তীকালে এটি নিজের মাতৃভাষায় অনুবাদ করেন।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এখনও পর্যন্ত ২৩ দিন অতিক্রান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের। এর মধ্যে ১৭ দিনই ম্যাচের শুরুতে রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বেজেছে। বিশেষ করে, গত ২ নভেম্বর তো একই ম্যাচে দুইবার বেজেছিল রবি ঠাকুরের গান। যখন গ্রুপ ২ তে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। এরপর নকআউট পর্বেও অন্ততঃ একদিন হলেও বাজবে। যেহেতু টিম ইন্ডিয়া সেমিফাইনালে উঠেছে। যদি তারা সেই বাধা টপকে ফেলতে পারে সেক্ষেত্রে ফাইনাল শুরুর আগেও মাঠে বাজবে রবি ঠাকুরের লেখা ভারতের জাতীয় সঙ্গীত “জন গণ মন…”। এরপর আর কেউ কি টুর্নামেন্টের সেরা’র তকমা পেতে পারেন?