স্পোর্টস ডেস্ক: সদ্য পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে ২-০ হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই বদলার আগুন দু’চোখে জ্বলতে থাকা পাকিস্তানি সমর্থকরা (Pakistani Fans) গলা ফাটাচ্ছেন টিম ইন্ডিয়ার হয়ে। চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ টেস্ট চলাকালীন বিজ্ঞাপনের বিরতিতে দেখা যাচ্ছে এমন দৃশ্যই।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানেই
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতে দুই টেস্টের সিরিজ খেলতে এসেছে টাইগাররা। এই সিরিজ টিভিতে সম্প্রচারিত হচ্ছে স্পোর্টস ১৮ চ্যানেলে। সেখানে চলতি ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের যে বিজ্ঞাপন তাতে দেখা যাচ্ছে, পাকিস্তানের মানুষ (Pakistani Fans) সমর্থন করছেন রোহিত শর্মাদের। কারণ, বাংলাদেশের কাছে ধবল ধোলাইয়ের লজ্জায় অধোবদন হওয়ার পর বদলা চাইছেন তাঁরা।
বিজ্ঞাপনী ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন পাকিস্তানি সমর্থক (Pakistani Fans) বলছেন, “টিম ইন্ডিয়া, আমরা তোমাদের সঙ্গে আছি।” পাশাপাশি আরও কয়েকজনকে বলতে শোনা গিয়েছে, “সম্প্রতি বাংলাদেশ আমাদের ঘরে এসে আমাদেরকে হারিয়ে দিয়েছে। ফেভারিট তো আমরাও ছিলাম। তাই বাংলাদেশকে হালকাভাবে নিও না। ওদের বোলারদের ওপর নজর রেখ। টিম ইন্ডিয়া, তোমাদের নিয়ে আমাদের অনেক আশা। তোমরা জিতলে আমরা শান্তি পাব।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এটি নিছকই একটি বিজ্ঞাপন। তবে ওয়াঘার ওপারে রামিজ রাজাও কম উচ্ছ্বসিত নন। চেন্নাই টেস্টের প্রথম দিনে ১৪৪ রানে ৬ উইকেট পড়ার পর যেভাবে ভারতীয় দল ঘুরে দাঁড়িয়েছে তাতে তাদের নির্দ্বিধায় ‘সেরা’ বলে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন-জাদেজার ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করে রামিজ রাজা বলেন, “ভারত একটি অসাধারণ দল হয়ে উঠেছে দিন কে দিন। ঘরের মাঠে নামলে ওরা হারে না।”