স্পোর্টস ডেস্ক: অবশেষে বোধহয় কেটে গেল জল্পনার মেঘ। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে পাকিস্তানে। যা পর্যবেক্ষণে সেদেশে গিয়েছে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। তবে তাঁদের চূড়ান্ত রিপোর্ট পেশের আগেই আইসিসি সূত্রে খবর, পাকিস্তানে প্রতিযোগিতা আয়োজনে কোনও অসুবিধা নেই তাদের।
আরও পড়ুন: মেসি এবার হলিউডে, ফুটবল ছেড়ে অভিনয় শুরু করছেন বিশ্বজয়ী অধিনায়ক?
ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশাবাদী হতেই পারে পিসিবি। প্রতিযোগিতাটি খুব সম্ভবত তাদের দেশেই হতে চলেছে। সারা এডগারের নেতৃত্বে একটি ৫ সদস্যের দলকে পাকিস্তানে পাঠিয়েছে আইসিসি। জানা যাচ্ছে, বিভিন্ন স্টেডিয়াম ঘুরে দেখে প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রাথমিকভাবে সন্তুষ্ট এই প্রতিনিধিরা। যদিও এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট তাঁরা দুবাইয়ে ফিরে গিয়েই দেবেন।
৫ সদস্যের এই প্রতিনিধি দল ইতিমধ্যেই ইসলামাবাদ, করাচি এবং রাওয়ালপিন্ডিতে স্টেডিয়াম সংস্কারের কাজ দেখে এসেছেন। শনিবার তাঁদের গন্তব্য লাহোর। পাকিস্তান ক্রিকেট বোর্ড যে মাঠ বরাদ্দ রেখেছে ভারতের সমস্ত ম্যাচের জন্য। কাজেই লাহোরের নিরাপত্তা ব্যবস্থা দেখে আইসিসির প্রতিনিধিরা কতটা সন্তুষ্ট হন, সেটাই এ মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
যদিও ভারতীয় দল আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে কি না সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিসিসিআই প্রথমেই জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে তারা দল পাঠাবে না। বিকল্প ব্যবস্থা হিসেবে আইসিসিকে হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়েছিল ভারতীয় বোর্ড। সে ক্ষেত্রে ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে করার কথা বলা হয়েছিল। তবে এখন পরিস্থিতি অন্যরকম। ডিসেম্বরে আইসিসির মসনদে বসতে চলেছেন জয় শাহ। রোহিত শর্মারা পাকিস্তানে খেলতে যাবেন কি না তা তাঁর সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।