স্পোর্টস ডেস্ক: আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, নারায়ণস্বামী শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহরের পর পঞ্চম ভারতীয় হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার মসনদে বসতে চলেছেন। এদিকে সূত্রের খবর, জয় শাহ চেয়ারম্যান হতেই আইসিসিতে কার্যত একা হয়ে পড়েছে প্রতিবেশী পাকিস্তান। কেউ নেই তাদের পাশে।
আরও পড়ুন: “বিশ্বসেরা পাক পেসারদের থেকে জোরে বল করেন বাংলাদেশের বোলাররাও”, ক্ষুব্ধ বাট
আগামী ডিসেম্বরে গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হতে চলেছেন অমিত শাহ-পুত্র। যদিও এখনও একটি মেয়াদ বাকি ছিল বার্কলের। কিন্তু আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয় তিনি আর চেয়ারম্যান পদের জন্য আবেদন জানাবেন না। ফলে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হন জয় শাহ। তবে মনোনয়ন জমা দেওয়ার পর্বে অবশ্যই তাঁকে আইসিসির সদস্য দেশগুলির সমর্থন পেতে হত।
এই মুহূর্তে আইসিসির সদস্য সংখ্যা ১৬। জানা গিয়েছে, এর মধ্যে ১৫ জনই জয় শাহকে সমর্থন করেছেন। শুধুমাত্র পাকিস্তানেরই সমর্থন পাননি তিনি। তবে সরাসরি সমর্থন না করলেও বিরোধিতার পথেও হাঁটেনি প্রতিবেশীরা। কারণ, জয় শাহ্ শুরুতেই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সমর্থন পেয়ে গিয়েছিলেন। এরপর একে একে আরও ১৩ জন সদস্য সমর্থন করেন অমিত-পুত্রকে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
ফলে পাকিস্তানের কাছে সুযোগ ছিল না বিরোধিতা করার। ফলে মৌন থেকেছে তারা। আর এই মৌনতাকে সম্মতির লক্ষণ হিসেবেই ধরে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জনৈক আইসিসি কর্তা জানান, “ওদের মতামত খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না।” আর এই কথা থেকেই যেন পরিষ্কার, জয় শাহ্ আইসিসির চেয়ারম্যান হতেই একা হয়ে গিয়েছে পাকিস্তান। এবারে আগামী বছর হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার।