বিশ্বদীপ ব্যানার্জি: নতুন বছর আর একরাশ নতুন সংকল্প। আপাতত তাতেই বিভোর ‘টিম ইন্ডিয়া’। বাড়তি অনুঘটকের কাজ করছে রোহিত শর্মা’র নেতৃত্ব, সঙ্গে রাহুল শরদ দ্রাবিড়ে’র প্রশিক্ষণ।
রোহিত যদিও এখন-ও দেশের একচেটিয়া নেতা নন। টেস্টের ব্যাটন এখনও বিরাটের-ই বিরাট কাঁধে। কিন্তু যে যে সংকল্প এ মুহূর্তে ভারতের সন্মুখে— সিংহভাগই হিটম্যানে’র অধীনস্থ। অন্যদিকে সংকল্প কোহলির-ও থাকছে বৈকী। কিন্তু তা একান্তই ব্যক্তিগত মাইলফলক। একনজরে দেখে নেওয়া যাক, নতুন বছরে কী কী সংকল্পের সন্মুখীন ভারতীয় ক্রিকেট।
আরও পড়ুন: Happy New Year 2022: বিশেষ উপায়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিরুষ্কা
রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণ: শাস্ত্রীয় জমানার ইতি ঘটে গিয়েছে। দ্রাবিড়ীয় সভ্যতা একেবারেই ভিন্ন মেরুতে। ক্রিকেটারদের স্বাধীনতার নামে স্বেচ্ছাচারীতার দিন শেষ। এখন সময় কঠোর সংযম আর আত্ম-নিবেদনের।
এতেই কী আসবে সাফল্য? সেই ২০১৪ থেকে বড় ট্রফিতে খরা ‘মেন ইন ব্লু’র। কাটবে সেই খরা? অধিনায়ক হিসেবে বড় ট্রফি কখনও জিততে পারেননি রাহুল। কিন্তু কোচ হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ তাঁর ঝুলিতে। এ বছর অস্ট্রেলিয়ায় বসতে চলেছে ৮ম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। স্বাভাবিকভাবেই আরও একবার বিশ্বজয়ী কোচ হওয়ার সংকল্প থাকবে তাঁর।
রোহিত শর্মা’র নেতৃত্ব: অধিনায়ক হিটম্যান কী পারেন, তার জলজ্যান্ত দৃষ্টান্ত হয়ে জ্বলজ্বল করছে ৫টি আইপিএল ট্রফি, ১টি এশিয়া কাপ এবং আরও একাধিক ট্রফি। মহেন্দ্র সিং ধোনি’র পর দেশের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বজয়ী অধিনায়ক হওয়ার স্বপ্ন থাকবে তাঁর। সেইসঙ্গে একদিনের ক্রিকেটে দলকে ২০২৩ বিশ্বকাপ বা আগামীর জন্য আরও মজবুত করাই হবে লক্ষ্য।
বিরাট কোহলি’র ব্যাটিং: এটি-ই ভারতের জন্য সবথেকে জরুরী। যদি কোহলির ব্যাট সত্যি সত্যিই চল, বাকীটা আরামসে হয়ে যাবে।
কিন্তু ওই যে— ব্যাট চলাটা সর্বাগ্রে জরুরী। বিশেষ করে তিন অঙ্ক— শেষবার এসেছিল ২০১৯ য়ের নভেম্বরে। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিকের বছরের শুরুতেই তাই সংকল্প থাকবে সেই খরা কাটানো। আগামী ৩ থেকে ৭ জানুয়ারি জোহানেসবার্গে বসতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আসর। এর থেকে উপযুক্ত পটভূমি আর কীইবা হতে পারে? এছাড়া বছরজুড়েই পুরনো বিরাট কোহলিকে খুঁজে পাওয়ার তাগিদ থাকছে তাঁর।
আরও পড়ুন: IND vs SA: সেঞ্চুরিয়ন টেস্টে জিতেও জরিমানা বিরাটদের
এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ: দুই ফর্ম্যাট মিলিয়ে সবথেকে বেশী মোট ৭বার এশিয়া সেরা ভারত। এ বছর বসতে চলেছে আরও একটি এশিয়া কাপে’র আসর। নিশ্চিতভাবেই অষ্টম শিরোপা’র খোঁজে থাকবে রোহিত শর্মা এন্ড কোং। অন্যদিকে কোনও ব্যক্তিগত মাইলফলকের জন্য নয়। ২০১৩ -র পর আর আইসিসি ট্রফি জেতেনি ভারত। সে কথা মাথায় রেখে দলগতভাবে সংকল্প থাকবে ট্রফির খরা কাটানো।
এছাড়া এ বছর আরও কিছু সংকল্প থাকছে ভারতীয় ক্রিকেটের। যেমন ২০২১ য়ে একটি টেস্ট বাকী রেখেই ইংল্যান্ড থেকে ফিরে এসেছেন কোহলিরা। এ বছর সেই টেস্ট হওয়ার কথা। লক্ষ্য থাকে সেই টেস্ট জিতে বিলেতের বুকে আরও একবার ইতিহাস সৃষ্টি। এছাড়া দেশের মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফি। সংকল্প থাকবে ট্রফি নিজেদের কাছে রেখে দেওয়ার।