মিলে যাচ্ছে ক্রিকেট ঈশ্বরের ভবিষ্যদ্বাণী, সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন রোহিত শর্মা-ও

0
87

বিশ্বদীপ ব্যানার্জি: সাল ২০১২। সদ্য শততম আন্তর্জাতিক শতরান করা সচিনকে তাঁরই সম্মানে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রশ্ন করেন বলিউড তারকা সলমন খান। “কী মনে হয়, তোমার শত শতরানের এই রেকর্ড কি কেউ কখনও ভেঙে দিতে পারবে?” উত্তর দিতে দেরি করেননি ক্রিকেট ঈশ্বর। দুটি উত্তর দেন তিনি।

আরও পড়ুন: বুমরাহ্ আদৌ ফিরতে পারবেন কিনা, জানেন না রোহিত, হঠাৎ-ই বাড়ছে উদ্বেগ

- Advertisement -

সেই সভায় উপস্থিত ছিলেন দুই যুবা ভারতীয় ক্রিকেটার। তাঁদের দিকে ইশারা করে সচিন প্রথমে বলেন, “এই ঘরেই দুজন রয়েছেন। আমার বিশ্বাস ওঁরা আমার রেকর্ড ভেঙে দিতে পারবে। বিরাট কোহলি ও রোহিত শর্মা আমার রেকর্ড ভেঙে দেবে‌।” এতেই শেষ নয়। আরও একটি কথা বলেন মাস্টার ব্লাস্টার, “আমি চাই এই রেকর্ড কোনও ভারতীয় ভাঙুক।”

কথা রেখেছেন বিরাট‌। শত শতরান এখন-ও দূরের গ্রহ হলেও ৫০ ওভারে সচিনকে ছুঁতে বাকি আর মাত্র ৩ কদম। সচিন ওডিআইতে ৪৯টি শতরানের মালিক। বিরাট ইতিমধ্যেই নিজের ৪৬ তম হাঁকিয়ে ফেলেছেন। বিশেষজ্ঞদের দাবি, হয়ত এ বছর-ই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্যায় ক্রিকেট ঈশ্বরকে পিছনে ফেলে দেবেন কিং কোহলি। কিন্তু রোহিত? সচিনের ভবিষ্যদ্বাণীর পর থেকে তিনি কী করতে পেরেছেন?

শত শতরান যদি কোহলির কাছে দূরের গ্রহ হয়, হিটম্যানের কাছে তবে তা নিঃসন্দেহে অন্ততঃ কয়েক আলোকবর্ষ দূরের পথ। যা অতিক্রম করা এক কথায় অসম্ভব। এমনকি একদিনের ক্রিকেটে-ও সচিন-বিরাটের থেকে শতহস্ত দূরে ভারত অধিনায়ক। কিন্তু তা সত্ত্বেও সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ফেললেন ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে কেরিয়ারের ৩০ তম শতরান হাঁকালেন রোহিত। এর ফলে একদিনের ক্রিকেটে শতরানের তালিকায় তিন নম্বরে উঠে এলেন হিটম্যান। ছুঁলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংকে। দুজনের-ই ওডিআইতে সেঞ্চুরির সংখ্যা ৩০। অর্থাৎ কোহলির সামনে যেমন চলতি বছরেই সচিনকে টপকে যাওয়ার সুযোগ। একইভাবে রোহিতের সামনে সুযোগ পন্টিংকে টপকে তিন নম্বর জায়গাটা ভারতীয়দের জন্য সম্পূর্ণ পাকা করার। অর্থাৎ সচিন যা চেয়েছিলেন, কার্যত তা-ই হতে চলেছে। তালিকায় প্রথম তিনে শুধু ভারতীয়রা-ই। সচিন তো চেয়েইছিলেন, যেন শুধু ভারতীয়রা-ই ভাঙতে পারে তাঁর অবিশ্বাস্য রেকর্ড।