স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্টে বিরাট কোহলির নজির ছুঁয়েছেন শুভমন গিল (Shubman Gill)। এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮ বল খেলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। চলতি বছরে টেস্টে এটি তাঁর তৃতীয় শূন্য। বিরাট কোহলির এই নজির আছে। ২০২১ সালে তিনি টেস্ট ক্রিকেটে তিনবার শূন্য রানে আউট হন।
আরও পড়ুন: বাঙালি তরুণের পেসে দিশেহারা রোহিতরা, কে এই হাসান মাহমুদ?
বৃহস্পতিবারের আগে বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদ এবং রাজকোট টেস্টে শূন্য করেছিলেন গিল। এদিন হাসান মাহমুদের লেগ স্টাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসকে খোঁচা দেন তিনি। এরপরই সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের বন্যা বইতে শুরু করে ভারতীয় ব্যাটারকে নিয়ে।
নেটাগরিকরা পাকিস্তানের ব্যাটার বাবর আজমের সঙ্গে তুলনা করেছেন গিলের। একজন লিখেছেন, “শুভমন গিল প্রতিদিন প্রমাণ করে দিচ্ছেন যে তিনি ভারতীয় ক্রিকেটের বাবর আজম।” আরেকজনও একই মন্তব্য করে সঙ্গে জুড়ে দেন, “পারফরম্যান্স নয়, সুন্দর চেহারার জন্য দলে আছে গিল।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
গিল-কোহলি ছাড়াও ভারতীয়দের মধ্যে একই বছরে তিন বা তার বেশিবার টেস্টে শূন্য করার নজির রয়েছে মনসুর আলি খান পতৌদি, দিলীপ বেঙ্গসরকার, বিনোদ কাম্বলি এবং মহিন্দর অমরনাথের। এদিকে শুধু শুভমন গিল নয়, মেঘলা পরিবেশ এবং আর্দ্রতায় ভরা সারফেসে এদিন ভারতীয় টপ অর্ডারের প্রত্যেককেই সমস্যায় ফেলেছেন হাসান মাহমুদ। এখনও পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন তিনি। তবু এরই মধ্যে অর্ধশতরান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল (৫৬)।