স্পোর্টস ডেস্ক: শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আগুন জ্বলছে বাংলাদেশ। খুব স্বাভাবিকভাবেই তার আঁচ এসে পড়ল ক্রিকেটেও। সোমবারই নড়াইলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়ি। আগুন ধরিয়ে দেওয়া হয় শাকিব আল হাসানের রাজনৈতিক দফতরেও। এরই মধ্যে জানা যাচ্ছে, এবারে দেশজুড়ে চলা গণবিক্ষোভের ফলে পদ হারাতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন (Nazmul Hassan Papon)।
আরও পড়ুন: জ্বলছে মাশরাফি মোর্তাজার বাড়ি, আগুন ধরানো হল সাকিবের দফতরেও
২০১২ সাল থেকে বিসিবি সভাপতির পদে রয়েছেন নাজমুল হাসান পাপন (Nazmul Hassan Papon)। যিনি আওয়ামী লিগের সাংসদ হওয়ার পাশাপাশি হাসিনা সরকারের ক্রীড়ামন্ত্রীও। ফলে সরকারের পতনের পর নাজমুল নিজেই পদ ছেড়ে দেবেন বলে মনে করা হচ্ছে। আর যদি তা নাও হয়, অন্তবর্তীকালীন অস্থায়ী সরকার যে তাঁকে আর রাখবে না সে কথা ধরে নেওয়াই যায়।
হাসিনা সরকারের বিরুদ্ধে চলা ছাত্র আন্দোলনের সময় মুখে কুলুপ এঁটে থাকার কারণে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে মাশরাফি মোর্তাজার। একইভাবে নাজমুল হাসান পাপনের ওপরেও ক্ষোভ নেহাত কম নেই ওপারের ক্রিকেট প্রেমীদের। হাসিনার ঘনিষ্ঠ হওয়ার কারণেই তিনি টানা ১২ বছর ধরে বিসিবি প্রেসিডেন্টের পদে রয়ে গিয়েছেন, এই অভিযোগ দীর্ঘদিনের। পাশাপাশি বিভিন্ন সময়ে তিনি এমন কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, সেগুলি তাঁর প্রতি ক্ষোভটা বাড়িয়ে দিয়েছে।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
সুতরাং, এবার যে তাঁকে সরতেই হবে তা এই মুহূর্তে একপ্রকার পাকা। তবে একা নাজমুল হাসান পাপনই (Nazmul Hassan Papon) নন, বিসিবির অনেক কেষ্টবিষ্টুই হাসিনা সরকারের মন্ত্রী বা সাংসদ। তাই নাজমুলের সঙ্গে সঙ্গে তাঁরাও সরতে চলেছেন বলে খবর। সব মিলিয়ে খোলনলচে একেবারে বদলে যেতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। যদিও এরপরেও আগামী অক্টোবরে সে দেশ থেকে সরে যেতে পারে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। পদ্মাপারে আবহাওয়া এই মুহূর্তে যেরকম উত্তপ্ত তাতে বিশ্বকাপ আয়োজন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।