বিশ্বদীপ ব্যানার্জি: শনিবার বার্বাডোজের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল (Team India)। কিন্তু এখনও ঘরে ফেরা হয়নি রোহিত শর্মাদের। ‘বেরিল’ ঝড়ের কারণে বার্বাডোজেই আটকা পড়ে আছেন তাঁরা। আর এবার সূত্রের খবর, ফিরতে আরও কিছু দেরি হবে টিম ইন্ডিয়ার।
আরও পড়ুনঃ বিশ্বকাপ জিতিয়ে কোন দলের কোচ হতে চলেছেন দ্রাবিড়?
ভারতীয় দল (Team India) যে দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তা এদিন সকালেই জানিয়ে দিয়েছে বিসিসিআই। বোর্ডের তরফে সামাজিক মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির একটি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, “এটা ঘরে আসছে।” কিন্তু পাশাপাশি এও জানা যাচ্ছে যে যাত্রা শুরু করতে কিঞ্চিৎ বিলম্ব হয়েছে মেন ইন ব্লু’র। ফলে নয়াদিল্লিতে অবতরণ করতেও দেরি হবে।
It's coming home 🏆#TeamIndia pic.twitter.com/Pxx4KGASb8
— BCCI (@BCCI) July 3, 2024
ঘূর্ণিঝড় বেরিলে’র কারণে বার্বাডোজে বন্ধ ছিল বিমান পরিষেবা। পরিস্থিতির একটু উন্নতি হতেই এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ভারতীয় দলের (Team India) দেশে ফেরার ব্যবস্থা করে বিসিসিআই। বুধবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ সেই বিমানে চড়ে দেশের দিকে রওনা হওয়ার কথা ছিল রোহিত-কোহলিদের।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
কিন্তু এখন একটি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, নির্ধারিত সময়ে বিশ্বকাপ নিয়ে যাত্রা শুরু করতে পারেননি তাঁরা। কয়েক ঘণ্টা দেরি হয়েছে। ফলে বুধবার সন্ধ্যায় দিল্লিতে অবতরণ করা হচ্ছে না তাঁদের। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে এসে পৌঁছতে পারেন ক্রিকেটাররা। এদিকে বেরিল ঘূর্ণিঝড়ে বার্বাডোজে বিশ্বজয়ী ক্রিকেটাররা আটকে পড়ার কারণে বদল এসেছে জিম্বাবুয়ে সফরের দলেও। প্রথম দুটি টি-২০ ম্যাচের জন্য শিবম দুবে, যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনের পরিবর্তে হর্ষিত রাণা, সাই সুদর্শন এবং জিতেশ শর্মাকে বেছে নিয়েছে বিসিসিআই